Monday, May 5, 2025

নির্বাসনের মধ্যেই মেসির নতুন ছবি প্রকাশ করলেন সৌদির পর্যটনমন্ত্রী

Date:

Share post:

অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য লিওনেল মেসিকে ২ সপ্তাহ নির্বাসনে পাঠিয়েছে পিএসজি। নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা পর সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব মেসির সৌদি ভ্রমণের নতুন ছবি প্রকাশ করেছেন।ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এর আগে জানিয়েছে, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি আরবে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। লঁরার বিপক্ষে হারের পর হঠাৎই সপরিবার সৌদি আরবে চলে যাওয়ায় অনেকে মনে করেছিলেন, পিএসজিতে বোধ হয় মন টিকছে না আর্জেন্টাইন তারকার! যদিও মেসি সৌদি আরবের পর্যটন দূত।

সৌদির পর্যটন মানচিত্রকে তুলে ধরতেই এটি তাঁর দ্বিতীয় সৌদি আরব সফর। এর আগে গত বছর সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি। এবার গালতিয়ের ও ক্যাম্পোসের কাছ থেকে অনুমতি না পেয়ে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সৌদিতে যান মেসি। এরপরেও মেসিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এর দাবি, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নতুন করে না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি।
পরিস্থিতি যখন এমন ঘোরতর তখন সৌদি আরবে মেসির পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেছেন দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করে সৌদির পর্যটনমন্ত্রী লিখেছেন, ‘রিয়াদ সিটি বুলেভার্দে বিকালে খেলাধুলা, ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা ও পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পর মেসি এবং তার পরিবার বিলাসবহুল শপিং এবং আন্তর্জাতিকমানের রেঁস্তোরায় ঢুঁ মেরেছেন।’ এই ক্যাপশনের সঙ্গে মেসি এবং তাঁর পরিবারের ছবিও প্রকাশ করা হয়।
একটি ছবিতে দেখা যায় মেসি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে ইনডোর গেমস খেলছেন। অন্য দুটি ছবিও পরিবারের সঙ্গে সঙ্গে সময় কাটানোর। অবশ্য মেসিকে পিএসজি নিষিদ্ধ করার আগেই মেসির এক দফা ছবি প্রকাশ করেন সৌদির পর্যটন মন্ত্রণালয়।সৌদি আরবে এর আগে দুবার যাওয়ার পরিকল্পনা করেও পারেননি মেসি। এবার গিয়ে তুলে ধরছেন সৌদির পর্যটন বৈশিষ্ট্যকে। আরএমসি স্পোর্টস সূত্রে জানা গিয়েছে, সৌদি আরবের পর্যটন দূত হওয়ার চুক্তি থেকে ৩ কোটি ডলার পাচ্ছেন মেসি।

 

spot_img
spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...