Tuesday, November 11, 2025

নির্বাসনের মধ্যেই মেসির নতুন ছবি প্রকাশ করলেন সৌদির পর্যটনমন্ত্রী

Date:

অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য লিওনেল মেসিকে ২ সপ্তাহ নির্বাসনে পাঠিয়েছে পিএসজি। নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা পর সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব মেসির সৌদি ভ্রমণের নতুন ছবি প্রকাশ করেছেন।ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এর আগে জানিয়েছে, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি আরবে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। লঁরার বিপক্ষে হারের পর হঠাৎই সপরিবার সৌদি আরবে চলে যাওয়ায় অনেকে মনে করেছিলেন, পিএসজিতে বোধ হয় মন টিকছে না আর্জেন্টাইন তারকার! যদিও মেসি সৌদি আরবের পর্যটন দূত।

সৌদির পর্যটন মানচিত্রকে তুলে ধরতেই এটি তাঁর দ্বিতীয় সৌদি আরব সফর। এর আগে গত বছর সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি। এবার গালতিয়ের ও ক্যাম্পোসের কাছ থেকে অনুমতি না পেয়ে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সৌদিতে যান মেসি। এরপরেও মেসিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এর দাবি, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নতুন করে না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি।
পরিস্থিতি যখন এমন ঘোরতর তখন সৌদি আরবে মেসির পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেছেন দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করে সৌদির পর্যটনমন্ত্রী লিখেছেন, ‘রিয়াদ সিটি বুলেভার্দে বিকালে খেলাধুলা, ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা ও পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পর মেসি এবং তার পরিবার বিলাসবহুল শপিং এবং আন্তর্জাতিকমানের রেঁস্তোরায় ঢুঁ মেরেছেন।’ এই ক্যাপশনের সঙ্গে মেসি এবং তাঁর পরিবারের ছবিও প্রকাশ করা হয়।
একটি ছবিতে দেখা যায় মেসি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে ইনডোর গেমস খেলছেন। অন্য দুটি ছবিও পরিবারের সঙ্গে সঙ্গে সময় কাটানোর। অবশ্য মেসিকে পিএসজি নিষিদ্ধ করার আগেই মেসির এক দফা ছবি প্রকাশ করেন সৌদির পর্যটন মন্ত্রণালয়।সৌদি আরবে এর আগে দুবার যাওয়ার পরিকল্পনা করেও পারেননি মেসি। এবার গিয়ে তুলে ধরছেন সৌদির পর্যটন বৈশিষ্ট্যকে। আরএমসি স্পোর্টস সূত্রে জানা গিয়েছে, সৌদি আরবের পর্যটন দূত হওয়ার চুক্তি থেকে ৩ কোটি ডলার পাচ্ছেন মেসি।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version