Thursday, August 21, 2025

বাড়িতে ম্যারাথন তল্লাশির পর কৃষ্ণ কল্যাণীকে নিয়েই গাড়ির শো-রুমে আয়কর হানা

Date:

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, হিসাব বহির্ভূত সম্পত্তি ও আয়কর রির্টানে তথ্য গোপনের অভিযোগ তুলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে আয়কর হানা। বাড়ির পাশাপাশি বিধায়কের অফিস ও গ্রামের আদি বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়ে তল্লাশি চালান। হানা দেওয়া হয় বিধায়কের ফ্যাক্টরিতে। রাতভর ম্যারাথন তল্লাশির পর আজ, বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ কল্যাণীকে বাড়ি থেকে তাঁর বাইকের শো-রুমে নিয়ে যায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:মর্মা.ন্তিক মৃ*ত্যু নিউটাউনের ভবঘুরে মহিলার!

এদিন ভোর চারটের কিছু পরে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন বিধায়কও। রায়গঞ্জের বিধায়ককে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা যান তাঁর সুদর্শনপুরে রয়্যাাল এনফিল্ডের শো-রুমে। সেখানেও কৃষ্ণ কল্যাণীর একটি অফিস রয়েছে। সেই অফিসেও কাল থেকে চলছে তল্লাশি। অনুমান, সেখানে কোনও আলমারি বা কোনও সিন্দুক খুলতে খোদ বিধায়ককে প্রয়োজন।

এদিকে বাড়ি থেকে বেরিয়ে অফিসের দিকে যাওয়ার আগে কৃষ্ণ কল্যাণী বলেন, “ওঁদের সঙ্গে পুরো সহযোগিতা করছি। ওঁরা ভাল ব্যবহার করেছে। আমি সন্তুষ্ট”। বিধায়ক আরও জানান, তদন্তকারীরা তাঁকে অফিসে নিয়ে যাচ্ছেন না। বরং তিনি নিজেই আধিকারিকদের সুদর্শনপুরের অফিসে নিয়ে যাচ্ছেন। এরপরই তাঁর ঘোষণা, “রায়গঞ্জের বিধায়ক কোনও দুর্নীতি করে না। মানুষের জন্য কাজ করে। কাল এটা প্রমাণ হয়ে যাবে।”



উল্লেখ্য, বুধবার সকাল আটটা থেকে রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী আয়কর দফতরের নজরদারিতে রয়েছেন। কৃষ্ণ কল্যাণী অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “আমি তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছি। সত্যের জয় আমারই হবে। এখনও তল্লাশি চলছে।”

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version