‘বাকচার আবর্জনা’ পরিষ্কারের নিদান দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই তালিকায় নাম ছিল বিজেপির (BJP) বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁরও। এবার তাঁর দেহ উদ্ধারে বর্তমানে বিজেপি বিধায়ক কথা বিরোধী দলনেতা শুভেন্দুকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে টুইট করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

ময়নাতে নিহত বিজয় ভুইঞার নামে তৎকালীন @AITCofficial নেতা শুভেন্দু কী বলেছিল শুনুন। তাই ওখানে আদি-নব্য বিজেপির বিবাদ ছিল। এই হত্যাকান্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার। পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। তদন্ত হোক।@MamataOfficial @abhishekaitc pic.twitter.com/vyKAqPjsAz
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 3, 2023
বুধবার কুণাল তাঁর টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) একটি পুরনো ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে ২০১৯-এর তমলুক লোকসভায় নির্বাচনের আগে দলীয় প্রচারে বক্তৃতা দিচ্ছেন তৎকালীন ‘তৃণমূল নেতা’ শুভেন্দু অধিকারী। সেখান তিনি বলছেন, “আমি অনেক মস্তান দেখেছি। লক্ষ্মণ শেঠ নন্দীগ্রামে ৪১ জনকে মেরেছিল। আজকে সে কোথায়? দল পাল্টাতে পাল্টাতে আজকে কংগ্রেসে। কোনও নামগন্ধ নেই। ইন্টারন্যাশনাল মস্তান কিষেণজিকে দেখেছি। আজকে সে আছে জঙ্গলমহলে?” এরপরেই বিজেপি নেতাদের নামের তালিকা পড়েন শুভেন্দু। সেখানে আশিস ভৌমিক, খোকন খুটিয়া, মদন ভৌমিক, ধ্রুব রাউতদের সঙ্গে নাম রয়েছে বিজয় ভুইয়াঁরও। শুভেন্দুর কথায়, “আমি জানি কীভাবে বাকচার আবর্জনা পরিষ্কার করতে হয়।” সেই ভিডিও ফুটেজ পোস্ট করে কুণাল লেখেন, “ময়নাতে নিহত বিজয় ভুইয়াঁর নামে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু কী বলেছিল শুনুন। ওখানে আদি-নব্য বিজেপির বিবাদ ছিল। এই হত্যাকাণ্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার। পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। তদন্ত হোক”।

এবার ময়নার ঘটনার তদন্তে কাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করেন তদন্তকারীরা সেটাই দেখার।

আরও পড়ুন- জনজোয়ারে অভিষেক, আশীর্বাদ-ভালবাসায় বাড়ছে হাতে ব্যান্ডেডের সংখ্যা
