Saturday, November 8, 2025

প্রথমবার ভারত সফরে পাক বিদেশমন্ত্রী! টুইটারে ইঙ্গিতপূর্ণ বার্তা বিলাবলের  

Date:

Share post:

গোয়ায় (Goa) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Meeting) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari)। জানা গিয়েছে, বৃহস্পতিবারই ভারতে আসছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতি ও শুক্রবার গোয়ায় হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। সেখানেই পাকিস্তান ছাড়াও চিন, কাজাখিস্তান, রাশিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। তবে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। উল্লেখ্য, পুঞ্চে জঙ্গি হামলার কয়েকদিন পরই বিলাবল ভুট্টো জারদারি এই ভারত সফর করছেন। আর এমন আবহে পাক বিদেশমন্ত্রীর ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিন ভারত সফরের আগেই নিজে টুইট করে এক ভিডিও বার্তা দেন পাক বিদেশমন্ত্রী। তিনি জানান, এই বৈঠকে যোগদানের জন্য মুখিয়ে রয়েছি। আমি বন্ধুত্বপূর্ণ দেশগুলির প্রতিপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।

তবে এই বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনার সম্ভাবনা কম থাকলেও চিন ও রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। বিলাওয়াল পাক বিদেশ মন্ত্রী হিসাবে এই প্রথম ভারত সফরে আসছেন। স্বভাবতই নিকট প্রতিবেশীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের সম্ভাবনা নিয়ে কৌতুহল রয়েছে দুই দেশেই।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীরা রাজৌরি সেক্টরের ভিম্বার গালিতে গ্রেনেড এবং পুঞ্চ এলাকা দিয়ে যাওয়া সেনাবাহিনীর কনভয়ে গুলি চালায়। ওই হামলায় পাঁচ ভারতীয় সেনা জওয়ানের প্রাণ যায়। এর আগে ২০১৯-এর ফেব্রুয়ারিতে বালাকোটে ভারতের বিমান হানার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কও যথেষ্টই উত্তেজনাপূর্ণ। আর সেই আবহেই এবার ভারত সফরে পাক বিদেশমন্ত্রী।

 

 

 

spot_img

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...