Thursday, August 28, 2025

প্রথমবার ভারত সফরে পাক বিদেশমন্ত্রী! টুইটারে ইঙ্গিতপূর্ণ বার্তা বিলাবলের  

Date:

গোয়ায় (Goa) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Meeting) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari)। জানা গিয়েছে, বৃহস্পতিবারই ভারতে আসছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতি ও শুক্রবার গোয়ায় হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। সেখানেই পাকিস্তান ছাড়াও চিন, কাজাখিস্তান, রাশিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। তবে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। উল্লেখ্য, পুঞ্চে জঙ্গি হামলার কয়েকদিন পরই বিলাবল ভুট্টো জারদারি এই ভারত সফর করছেন। আর এমন আবহে পাক বিদেশমন্ত্রীর ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিন ভারত সফরের আগেই নিজে টুইট করে এক ভিডিও বার্তা দেন পাক বিদেশমন্ত্রী। তিনি জানান, এই বৈঠকে যোগদানের জন্য মুখিয়ে রয়েছি। আমি বন্ধুত্বপূর্ণ দেশগুলির প্রতিপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।

তবে এই বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনার সম্ভাবনা কম থাকলেও চিন ও রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। বিলাওয়াল পাক বিদেশ মন্ত্রী হিসাবে এই প্রথম ভারত সফরে আসছেন। স্বভাবতই নিকট প্রতিবেশীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের সম্ভাবনা নিয়ে কৌতুহল রয়েছে দুই দেশেই।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীরা রাজৌরি সেক্টরের ভিম্বার গালিতে গ্রেনেড এবং পুঞ্চ এলাকা দিয়ে যাওয়া সেনাবাহিনীর কনভয়ে গুলি চালায়। ওই হামলায় পাঁচ ভারতীয় সেনা জওয়ানের প্রাণ যায়। এর আগে ২০১৯-এর ফেব্রুয়ারিতে বালাকোটে ভারতের বিমান হানার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কও যথেষ্টই উত্তেজনাপূর্ণ। আর সেই আবহেই এবার ভারত সফরে পাক বিদেশমন্ত্রী।

 

 

 

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version