Saturday, December 27, 2025

আগামিকালই নয়া উত্তরাধিকারী পাবে NCP! শরদ-কন্যা সুপ্রিয়াকে ফোন রাহুলের

Date:

Share post:

শরদ পাওয়ার(Sharad Pawar) যে নিজের ইস্তফাপত্র ফেরত নিচ্ছেন না তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। এনসিপির পরবর্তী সভাপতি কে হতে চলেছেন তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। পাওয়ার চান তাঁর কন্যা সুপ্রিয়া সুলে(Supriya Sule) এনসিপির(NCP) পরবর্তী প্রধানের দায়িত্বে আসুক। এই পরিস্থিতির মাঝে আগামী ৫ মে দলীয় বৈঠক ডাকা হয়েছে। এখানেই পরবর্তী প্রধান হিসেবে সুপ্রিয়া সুলের নাম প্রস্তাব হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে আগামীকালই স্পষ্ট হয়ে যাবে এনসিপির পরবর্তী প্রধান কে। এদিকে টালমাটাল পরিস্থিতির মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi) বৃহস্পতিবার সকালে ফোন করলেন সুপ্রিয়া সুলেকে। সূত্রের খবর, NCP-র পরবর্তী সভাপতি নির্বাচন এবং জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুজনের।

কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, শরদ পাওয়ার সরে গেলে এনসিপির প্রধান হিসেবে সুপ্রিয়াকেই চাইছেন রাহুল, মল্লিকার্জুন খাড়গেরা। কারণ বারামতীর এই সাংসদ ‘বিজেপি বিরোধী’ হিসেবেই পরিচিত। অন্যদিকে শরদের ভাইপো তথা বর্তমানে মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অজিত পাওয়ার গত কয়েক বছর ধরে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে কোনভাবেই যাতে এনসিপির ক্ষমতার রাশ যাতে অজিত পাওয়ারের হাতে না যায় তার চেষ্টায় রয়েছে কংগ্রেস। কারণ সুলে এনসিপির প্রধান হলে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ীর জোট বজায় থাকবে। কিন্তু অজিত পাওয়ার যদি এই দায়িত্বে আসেন সেক্ষেত্রে এই জোটের ভবিষ্যৎ অন্ধকার। কারণ তিনি কবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেবেন তা কেউ জানে না।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, আগামীকাল মুম্বইয়ে এনসিপির পার্টি অফিসে সকাল ১১ টায় বৈঠকে বসতে চলেছেন দলের শীর্ষ কর্তারা। শরদ পাওয়ার যদি নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করেন সেক্ষেত্রে সুপ্রিয়া সুলেকেই পরবর্তী প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে ঘরোয়া কোন্দল মেটাতে অজিত পাওয়ারকে একেবারে বঞ্চিত না করে মহারাষ্ট্রের প্রদেশ সভাপতির পদ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

spot_img

Related articles

৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

মাত্র ৩৫ বছরেই প্রয়াত হলেন মোহানবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। কলকাতা ফুটবলের পরিচিত মুখ সুখেন শুক্রবারও তাঁর কর্মক্ষেত্রে...

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে...

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...