Wednesday, December 24, 2025

অ.শান্তি ছড়ানোর চেষ্টা! DYFI-SFI এর অভিযান ঘিরে উ.ত্তপ্ত কৃষ্ণনগর-কোচবিহার 

Date:

Share post:

ডিওয়াইএফআইয়ের (DYFI) অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কৃষ্ণনগর (Krishnanagar) ও কোচবিহারে (Coochbehar)। বৃহস্পতিবার পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আন্দোলকারীদের বাধা দেয় পুলিশ। আর যার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এদিন কৃষ্ণনগরে জেলা পরিষদ অফিসের সামনে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকরা। তবে অশান্তির আঁচ পেয়েই আগেভাগে জেলা পরিষদ অফিসের সামনে লোহার ব্যারিকেড (Barricade) দেয় পুলিশ (Police)। কিন্তু ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তা টপকানোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

তবে শুধু কৃষ্ণনগরই নয়, এদিন কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযানে উত্তেজনা ছড়ায়। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর এবং কোচবিহারে পথে নামে এসএফআই এবং ডিওয়াইএফআই। তাঁদের দাবি, অবিলম্বে ছাত্র সংগঠনের নির্বাচনের পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) সুষ্ঠভাবে সম্পন্ন করতে হবে। এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন ময়ূখ বিশ্বাস ও মীনাক্ষি মুখোপাধ্যায়ও। এদিন জোর করে মিছিলের নামে অশান্তির চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আর এরপর মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেধে যায় বাম সংগঠনগুলির। এদিকে মিছিলকে কেন্দ্র করে অশান্তি হওয়ার আশঙ্কায় আগে থেকেই জল কামান রাখা হয়। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, একাধিক জায়গায় বসানো হয় ব্যারিকেড।

এদিন মিছিলের শুরুতেই অশান্তির চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বাম নেতা-কর্মীদের। ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোনোর চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা। পাশাপাশি কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

 

spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...