Monday, August 25, 2025

অ.শান্ত মণিপুরকে শান্ত করতে দ্রুত পদক্ষেপ নিক কেন্দ্র! শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুস্মিতার

Date:

Share post:

উপজাতি ছাত্র সংগঠনের ডাকা মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। বুধবার আচমকাই উত্তপ্ত হয়ে উঠল উত্তর-পূর্ব ভারতের রাজ্যের পরিস্থিতি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা রাজ্যে ৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Service)। উপজাতি এবং উপজাতিভুক্ত সম্প্রদায় নয় এমন জনগোষ্ঠী অধ্যুষিত ৮ জেলায় জারি করা হয়েছে কার্ফু (Carfew)। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ (TMC MP) সুস্মিতা দেব (Sushmita Dev)। এদিন চিঠিতে সাংসদ অভিযোগ জানান, “যেখানে একটি রাজ্যে মানুষের জীবন সঙ্কট দেখা দিয়েছে সেই পরিস্থিতিতে অন্য একটি রাজ্যে নির্বাচনী প্রচারকে অগ্রাধিকার দেওয়া কোনওভাবেই কাম্য নয়।”

উল্লেখ্য, আদিবাসী বিক্ষোভের জেরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তরপূর্বের রাজ্য মণিপুরে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। পাশাপাশি মণিপুরের রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। আর উত্তর পূর্বের এই রাজ্যে তৈরি হওয়া বিক্ষোভ এবং অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগপ্রকাশ করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা। তিনি চিঠিতে লিখেছেন, বিজেপি দেশে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ফের ক্ষমতায় এসেছে। কিন্তু বর্তমানে এক অন্যরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে। আর এই বিষয়টিতেই পরিষ্কার যে মণিপুরে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এটা বিজেপি সরকারের (BJP Government) ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। এরপরই সুস্মিতা জানান, বাংলায় কিছু হলে অতিসক্রিয় হয়ে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এখন মণিপুরে তিনি কী করেন দেখা যাক।

তিনি আরও লেখেন, মণিপুরে আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সেখানে হিংসা এবং অগ্নিসংযোগ প্রতিদিনের ঘটনা হয়ে উঠেছে। পাশাপাশি নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ, আর সেকারণেই চরম ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। অন্যদিকে, মণিপুর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে দাবি করে সুস্মিতার অভিযোগ, পরিস্থিতি শান্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার। চিঠিতে সুস্মিতা আরও উল্লেখ করেছেন, কোনও অবিজেপি শাসিত রাজ্যে যে কোনও পরিস্থিতি দেখা দিলে প্রতিনিধি দল পাঠানোর পাশাপাশি রাজ্যপালের সঙ্গে দেখা করা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। আশা করি এই রাজ্যেও তেমনটা করা হবে।

 

 

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...