হানিট্র্যাপে DRDO-এর বিজ্ঞানী! পুনে থেকে গ্রেফ.তার করল এটিএস

মহারাষ্ট্র পুলিশের তরফে এই ঘটনার প্রসঙ্গে বলা হয়েছে ধৃ.ত বিজ্ঞানী পাকিস্তানের এ.জেন্টদের ফাঁ.দে পা দিয়েছিলেন।

পাকিস্তানকে তথ্য দিয়ে সাহায্য করার অভিযোগে এবার DRDO-এর এক সিনিয়র বিজ্ঞানীকে (Senior Scientist) গ্রেফতার করল ATS। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পাক এজেন্টরা প্রেমের ফাঁদ পেতেছিলেন। ধৃত ভারতীয় বিজ্ঞানী পাকিস্তানের গুপ্তচর সংস্থার সেই হানিট্র্যাপে পা দিয়েছিলেন বলেই মনে করছেন এটিএস কর্তারা। তিনি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র-সহ DRDO-র বেশ কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে সরকারি তথ্যের গোপনীয়তার ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

মহারাষ্ট্র পুলিশের তরফে এই ঘটনার প্রসঙ্গে বলা হয়েছে ধৃত বিজ্ঞানী পাকিস্তানের এজেন্টদের ফাঁদে পা দিয়েছিলেন।গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে ভয়েস বার্তা এবং ভিডিও কলের মাধ্যমে পাকিস্তানের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন অস্ত্রের গুরুত্বপূর্ণ তথ্যও পাচার করা হয়েছে বলে বিজ্ঞানীর বিরুদ্ধে অভিযোগ উঠছে।


 

Previous articleশুভেন্দুর কনভয়ের ধা.ক্কায় হ.ত যুবক, অব.রোধ চণ্ডীপুরে
Next articleজয়ে ফিরল কলকাতা, হায়দরাবাদকে ৫ রানে হারাল নীতীশ রানার দল