উপত্যকায় জ.ঙ্গিদমন অভিযানে নি*হত ২ সেনা জওয়ান,জ*খম ৪

উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হল দুই সেনা আধিকারিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪ সেনা আধিকারিক। শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে সেনা ও জঙ্গি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:ফের উত্তপ্ত উপত্যকা! সেনা-জ.ঙ্গি গুলির লড়াইয়ে আ*হত ১ জওয়ান

সেনা সূত্রে খবর, শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের অন্তর্ভুক্ত কান্দি জঙ্গলে সন্ত্রাসদমন অভিযান চালানো হচ্ছিল। আশেপাশের এলাকায় চলছিল নিবিড় তল্লাশি। সে সময়ই সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত হন চার জন।



সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে,নিরাপত্তারক্ষীরা গোপন সূত্রে খবর পায় রাজৌরি জেলার কেসারা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই সেনাবাহিনী, পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয় সেনার। হঠাৎই সেনার উদ্দেশে বোমা ছুড়ে দিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায় জঙ্গিরা। আহত সেনা আধিকারিকরা উধমপুরের কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন। সেনার তরফে  জানানো হয়েছে, নতুন করে ওই এলাকায় অভিযান চালাবে তারা।

 

 

Previous articleবঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত,’মোকা’-র প্রভাব কতটা পড়বে এ রাজ্যে?
Next articleবজরং দলকে নিষিদ্ধের প্রতিশ্রুতি, মধ্যপ্রদেশে কংগ্রেসের দলীয় অফিসে ‘তাণ্ডব’ ‘বানর সেনা’র