ফের উত্তপ্ত উপত্যকা! সেনা-জ.ঙ্গি গুলির লড়াইয়ে আ*হত ১ জওয়ান

ফের উত্তপ্ত ভূস্বর্গ। শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, গুলির লড়াইয়ে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে সেনাবাহিনী জঙ্গিদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।গত তিন দিনে এ নিয়ে তৃতীয় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনা ঘটল কাশ্মীরে।


আরও পড়ুন:লোকসভায় বিজেপিকে হটাতে ফের “ওয়ান ইজ টু ওয়ান” ফাইটের ডাক মমতার


গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা রাজৌরি জেলার কেসাএলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই সেনাবাহিনী, পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বেগতিক বুঝে জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। প্রস্তুত ছিল সেনাও। পাল্টা জবাব দেওয়া হয়। জানা গিয়েছে, দু’তিন জন জঙ্গি লুকিয়ে ছিল। তাদের ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। গুলি বিনিময় চলার সময় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

 

 

Previous articleলোকসভায় বিজেপিকে হটাতে ফের “ওয়ান ইজ টু ওয়ান” ফাইটের ডাক মমতার
Next articleনদী ভাঙনে সর্বহারাদের জমির পাট্টা, আরও ১০০ কোটির বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রীর