‘তৃণমূলের নব জোয়ার’ (Trinamoole Nabo Jowar) কর্মসূচি নিয়ে আজ শনিবার মুর্শিদাবাদের দৌলতাবাদে পদযাত্রা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এরপর রানিনগরের (Raninagar)সভা করবেন বলে জানা যাচ্ছে। ভগবানগোলার অধিবেশন করেই রাত্রিবাস অভিষেকের। লালবাগের কাটরা মসজিদে শুরু অভিষেকের পদযাত্রা।
কোচবিহার থেকে কাকদ্বীপ , টানা দুমাস জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইটাহার থেকে মুর্শিদাবাদ , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যেভাবে জনপ্লাবনের দেখা মিলেছে তাতে চোখ টাটিয়েছে বিরোধীদের। গত ১১ দিনের জনসংযোগ যাত্রায় নজির গড়েছেন অভিষেক। কখনও তাঁকে রাস্তাতে জড়িয়ে ধরছে বিশাল জনস্রোত। আবার কখনও গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল অর্থাৎ শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায় আরবী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন অভিষেক। পাশাপাশি দলের মধ্যে যাতে কোন সমস্যা না হয় সেই নিয়ে কড়া দাওয়াইও দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ শনিবার সকাল থেকে ফের নয়া উদ্যমে শুরুর তাঁর কর্মসূচি।