Saturday, January 31, 2026

বাকিংহাম প্যালেসে রাজার অভিষেক, হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে ডাক পেলেন প্রিয়াঙ্কা!

Date:

Share post:

রাজা তৃতীয় চার্লসের (The King Charles lll) জন্য কসমিক বাটারফ্লাই ব্রোচ (Cosmic Butterfly Brooch) তৈরি করেছেন হুগলির প্রত্যন্ত গ্রামের প্রিয়াঙ্কা মল্লিক (Priyanka Mallick)। এবার সেই শিল্পসত্তাই পেল আন্তর্জাতিক স্বীকৃতি। রাজার অভিষেকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা।শারীরিক ভাবে উপস্থিত থাকতে না পারলেও বাকিংহাম প্যালেসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি।

হুগলির প্রত্যন্ত গ্রামের মেয়েটা স্বপ্ন দেখেছিল অনেক দূরে যাওয়ার। নিজের এলাকার মধ্যে স্বপ্নকে বেঁধে রাখতে চাইনি সে। বাবা সরকারি চাকরি করতেন। এখন অবসরপ্রাপ্ত, মা গৃহবধূ। ভাইকে নিয়ে চার জনের মধ্যবিত্ত সংসার। সেই বাড়ির মেয়ে ছোট থেকেই আঁকা শিখতেন, সঙ্গে লেখাপড়াও। বাবা-মা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক। বেশ কিছুটা পথ এগিয়েছিলেন। ভাগ্যে ছিল আন্তর্জাতিক স্বীকৃতি। পাড়া থেকে জেলা স্তরের প্রতিযোগিতায় বহু পুরস্কার পেয়েছেন আঁকার জন্য। তাই একটু বড় হতেই ঠিক করে ফেলেন, ডিজ়াইনার হতে হবে। বিদেশে গিয়ে পড়াশোনা করার মতো আর্থিক অবস্থা ছিল না। তাই অনলাইনেই ইটালির মিলানের একটি সংস্থা থেকে ফ্যাশন ডিজ়াইনিংয়ের কোর্স করেন। এর পরে ঠিক করেন নিজেই ফ্যাশন সংক্রান্ত ব্যবসা করবেন। ভর্তি হয়ে যান আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে। পরিবেশবান্ধব অর্থাৎ, ‘সাসটেনেবল বিজ়নেস’ নিয়ে পড়াশোনা করেন। প্যারিসের অ্যাবাইড বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি অর্জন করেন। অন্য দিকে, ডিজ়াইনিংয়ের কাজ চলতে থাকে। নিজের ব্যবসাও শুরু করে দেন। প্রিয়াঙ্কা বলেন, “মেয়েদের ক্ষমতায়ন এবং ই-লার্নিং পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও আমার মতামত সমান গুরুত্বপূর্ণ।” রাজার জন্য কসমিক বাটারফ্লাই ব্রোচ তৈরি করেছেন তিনি যাকে স্বীকৃতি জানিয়েছে রাজ পরিবার। কঠিন সময় পেরিয়ে পজেটিভিটির বার্তা নিয়ে আলোর উৎসের সন্ধান করেছে প্রিয়াঙ্কার এই সৃষ্টি। রাজ পরিবারে তরফে এই কাজের জন্য প্রিয়াঙ্কাকে অফিসিয়ালি মেইল করে কৃতজ্ঞতাও জানানো হয়েছে।


 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...