Monday, August 25, 2025

ফের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা জারি হাই কোর্টের, কারা রয়েছেন তালিকায়!

Date:

ফের রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তিন মাসের মধ্যে পর্ষদ ও সংশ্লিষ্ট স্কুল (School) কর্তৃপক্ষকে প্রাইভেট টিউশনে যুক্ত স্কুলশিক্ষকদের বিরুদ্ধে ব্য্বস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করবে আদালতই। শুক্রবার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যা সোসিয়েশনের তরফে একটি জনস্বার্থ দায়ের করা হয়। আগেও সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন অবৈধ বলে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ওদিন নির্দেশে সেই কথা ফের জানায় আদালত। আদালতে অ্যা সোসিয়েশনের পক্ষের আইনজীবী একরামুল বারি জানান, মধ্যঅশিক্ষা পর্ষদের তরফে ২০১৮ সালে জারি করা রুল অনুযায়ী, পর্ষদের আওতাধীন স্কুলে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রাইভেট টিউশন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযোগ, পড়ুয়াদের পরীক্ষায় (Examination) নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে বেশ কিছু স্কুলের কয়েকজন শিক্ষক প্রাইভেট টিউশন নিতে বাধ্যদ করছেন। অনেকে আবার বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটেও পড়াচ্ছেন। এটা আইনত অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন পর্ষদের তরফে আইনজীবী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version