Thursday, December 18, 2025

DA আন্দোলনকারীদের মতানৈক্য চরমে , আজ মিছিল নাকি সমাবেশ, পাল্লাভারি কোনদিকে?

Date:

Share post:

বকেয়া ডিএর দাবিতে হাজরা চত্বরে মিছিল, নাকি শহিদ মিনারে সমাবেশ? এই বিষয়টি নিয়েই DA আন্দোলনকারীদের নিজেদের মধ্যেই মতানৈক্য চরমে পৌঁছেছে। কার্যত দু’ভাগ সংগ্রামী যৌথ মঞ্চ। একই দাবিতে তৈরি একটি অরাজনৈতিক মঞ্চের নজিরবিহীনভাবে দুটি লবি। আর দুই গোষ্ঠীর তরফে পৃথক সাংবাদিক বৈঠক। একটি অংশ চাইছে মিছিল, অন্যরা চাইছে সমাবেশ।

আজ, শনিবার ধর্নার শততম দিনে আন্দোলনকারী সরকারি কর্মী-শিক্ষকেরা হাজরা মোড় থেকে জমায়েত করে আশুতোষ মুখার্জি রোড হয়ে ফের হাজরা মোড়ে পর্যন্ত মিছিল করবেন বলে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা হাইকোর্টের অনুমতিও পেয়েছিল। কিন্তু মঞ্চেরই অন্য একটি গোষ্ঠীর তরফে জানানো হয়, ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের অনেকেই মিছিলের পক্ষে নন।

মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ মিত্র বলেন, “আমরা আগেই চেয়েছিলাম ধর্নার শততম দিনটিতে শহিদ মিনারে একটি ঐতিহাসিক সমাবেশ করা হোক। কিন্তু অন্য কেউ তাতে কর্ণপাত করেননি।” তাঁর আরও অভিযোগ, ”আসলে মঞ্চের মধ্যে কেউ কেউ রয়েছেন, যাঁরা হাজরা চত্বরে যেহেতু বিশেষ কোনও কোনও ব্যক্তির বাড়ি, তাই সেখানেই মিছিল করতে চান।” অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, ”মঞ্চ একাধিক কর্মী সংগঠনের সমবায়। মোট ২৮টি সংগঠনের বৈঠকে ২১টি সংগঠনই চেয়েছিল হাজরায় মিছিল হোক। গণতন্ত্রে তো সংখ্যাগরিষ্ঠের মতামতাই গ্রাহ্য হয়।” সবমিলিয়ে ডিএ আন্দোলনকারীদের মঞ্চ কার্যত দু’টুকরো! তাই আজ মিছিল নাকি সমাবেশ, নাকি দুটোই, এদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন:জ.ঙ্গি দমন অভিযানে মৃ.ত বাংলার জওয়ান! শো.ক প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর


 

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...