ব্রিটিশ (Britain) রাজ-পরিবারের ইতিহাসে নতুন যুগের সূচনা হতে চলেছে। প্রায় ৭০ বছর পরে গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেকের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব।

বাকিংহাম প্যালেস (Buckingham palace)থেকে ওয়েস্ট মিনস্টার (West Minstar) পর্যন্ত শোভাযাত্রা। চার্লস পত্নী হবেন কুইন কনসর্ট। তৃতীয় চার্লস রাজদণ্ড হাতে পাবেন ঠিকই, কিন্তু ট্রাডিশনাল গোল্ড স্টেট কোচ থাকছে না এবারের রাজ্যাভিষেকে। রাজ পোশাক নয় বরং তৃতীয় চার্লসের পরনে সামরিক পোশাক। কোহিনুর বসানো রাজমুকুটও পরানো হবে না তাঁকে। করোনেশন সেরিমনিতে দেশ-বিদেশের প্রায় দু হাজার অতিথি উপস্থিত থাকছেন। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এই অনুষ্ঠানের সাক্ষী থাকবেন। ১৯৫৩ সালের স্মৃতি ফের জেগে উঠবে ওয়েস্টমিনস্টার অ্যাবের দেওয়ালে দেওয়ালে।
