Saturday, August 23, 2025

শেষ মুহূর্তে প্রচারে কর্নাটকে ২৬ কিমি রোড শো মোদির, তোপ কংগ্রেসকে

Date:

আগামী বুধবার বিধানসভা নির্বাচন তার আগে কর্ণাটকে প্রচারে গিয়ে কার্যত ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শনিবার কর্ণাটকের হাভেরি জেলায় সফর করেন মোদি। সেখানেই করলেন ২৬ কিলোমিটার দীর্ঘ রোড শো। বিশেষ পাগড়ি মাথায় পরে এদিন জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাঁকে। বিজেপির তরফে গোটা রাস্তা জুড়ে ছিল মোদিকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টির আয়োজন। এদিন বোম্মানাহাল্লি কেন্দ্রের কোনানাকুন্তের সোমশ্বরা সভা ভবন থেকে রোড শো(Road Show) শুরু হয়। ১৩ টি বিধানসভাকেন্দ্র পেরিয়ে মাল্লেশ্বরমের কাদু মাল্লেশ্বরা মন্দিরে শেষ হয় মোদির রোড শো। রোড শো শেষে একটি জনসভাও করেন প্রধানমন্ত্রী(Prime Minister)। যেখান থেকে কংগ্রেসকে(Congress) উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানান তিনি।

রোড শোর পর জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তুষ্টিকরণের রাজনীতি, ভোট ব্যাঙ্কের রাজনীতি, বিজেপি সরকারের প্রকল্প বন্ধ করা এবং লিঙ্গায়েত ও ওবিসি সম্প্রদায়কে গালি গালাজ করার পুরনো অভ্যাস ছাড়বে না কংগ্রেস। কংগ্রেসের কূটনীতিতে শোকাহত গোটা কর্নাটক।” পাশাপাশি রোড শোতে মানুষের উচ্ছ্বাস দেখে খুশি প্রধানমন্ত্রী বলেন, “শনিবার সকালে বেঙ্গালুরুর জনতা জনাধর্নের দর্শন করতে গিয়েছিলাম, এই জনগণ আমি আগে কখনই দেখিনি। এই জনগণের মধ্যে প্রেম আর ভালবাসা ছিল। আর ছিল স্নেহ। আমি বেঙ্গালুরুতে যা দেখেছি তাতে আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, এই নির্বাচনে মোদি, বিজেপির নেতা কর্মীরা নয়, বিজেপির হয়ে লড়াই করছে কর্ণাটকের সাধারণ মানুষ। এই নির্বাচন সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণে।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version