Wednesday, May 7, 2025

কোনও নেতার আশীর্বাদের প্রয়োজন নেই কর্নাটকের: প্রচারে এসে মোদিকে তোপ সোনিয়ার

Date:

দীর্ঘ ৪ বছর পর প্রথম কোনও রাজ্যে নির্বাচনী সভা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শনিবার প্রচারে কর্নাটকে হুবলীতে এসে কড়া সুরে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, কোনও নেতার আশীর্বাদের প্রয়োজন নেই কর্নাটকের। কারণ এই রাজ্য নিজের পরিশ্রমের উপর ভরসা করে। আগামী ১০ মে দিন আসছে। যারা এই রাজ্যকে লুঠ করেছে তাদের জবাব দেবে মানুষ।

সম্প্রতি কর্নাটকে ভোট প্রচারে এসে বিজেপি সভাপতি জেপি নাড্ডা দাবি করেছিলেন, “কর্নাটকের মানুষ বিজেপিকে না জেতালে এই রাজ্য নরেন্দ্র মোদির আশীর্বাদ পাবে না।” নাড্ডার সেই মন্তব্যকে হাতিয়ার করে এদিন কড়া সুরে তার জবাব দেন সোনিয়া। বলেন, “কর্নাটক এমন একটি রাজ্য যার প্রয়োজন নেই কোনও নেতার আশীর্বাদের। এই রাজ্য নিজের পরিশ্রমের উপর ভরসা করে। বিজেপির এই ‘অন্ধকার রাজের’ বিরুদ্ধে সকলকে আওয়াজ তুলতে হবে।” পাশাপাশি বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “শাসকের আসনে বসে থাকা নেতাদের ডাকাতি করাটা কার্যত ধান্ধায় পরিণত হয়ে গিয়েছে। ডাকাতি করেই এরা ক্ষমতা কেড়েছে। তারপর থেকে এদের সরকার জনতাকে লুঠ করতে উঠেপড়ে লেগেছে।”

শুধু তাই নয়, ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে এদিন সোনিয়া বলেন, “এই যাত্রার পর বিজেপির সরকার ভয় পেয়েছে। তারপর থেকে এরা দমন পীড়ন নীতি শুরু করেছে। এদের নেতারা কোনও প্রশ্ন ও চিঠির জবাব দেয় না। দেশের সাংবিধানিক সংস্থাগুলিকে পকেটে পুরে রেখেছে এরা। কোথাও দেখেছেন এমন গাজোয়ারি? গণতন্ত্র কি এভাবে চলতে পারে?” এরপর তিনি আরও যোগ করেন, “আজ পরিস্থিতি এমন পর্যায়ে নেমে এসেছে যে এরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এরা বলে যদি কর্নাটকে বিজেপি না জেতে তবে মোদির আশীর্বাদ পাবে না। এরা বলে বিজেপি না জিতলে এখানে দাঙ্গা হবে। কর্নাটকে মানুষকে আপনারা এতটা অসহায় ভাববেন না। কর্নাটকের মানুষ কোন মাটিতে গড়া তা টের পাবেন ১০ মে।”

Related articles

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...
Exit mobile version