Wednesday, August 27, 2025

পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে দলবদল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বড়সড় ভাঙনের মুখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ ছেড়ে তৃণমূলে  যোগ দিলেন শতাধিক কর্মী, সমর্থক। পঞ্চায়েত ভোটের ঠিক মুখে ভাঙড়ে এই দলবদল ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা, শাসকদলের নেতা আরাবুল ইসলামদের হাত ধরে ভাঙড়ে আইএসএফর-এর ঘর ভাঙা শুরু। যদিও গোটা বিষয়টিকে ‘নাটক’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

সম্প্রতি তৃণমূল রাজ্য নেতৃত্ব ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার ওপর দায়িত্ব দেয়। দায়িত্ব পাওয়ার পর থেকে ভাঙড়ের নেতাদের নিয়ে বৈঠক করেন সওকাত।তার ফলও মিলল হাতেনাতে।সদ্য তৃণমূলে যোগ দেওয়া অধিকাংশই ভাঙড়ের পাওয়ার গ্রিডের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই দলবদলে ভাঙড়ে একদিকে যেমন তৃণমূলের মুখে হাসি চওড়া হচ্ছে, উল্টোদিকে জোর ধাক্কা লেগেছে আইএসএফ শিবিরেও। যদিও সবে ধন নিলমণি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী দলবদলের এই প্রক্রিয়াকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন নওশাদ।

আসলে এলাকায় হিমঘর সহ নানান পরিকাঠামোগত কাজ শুরু করেছে সরকার। আন্দোলনকারীদের দাবি মানায় অনেকেই এবার শাসক শিবিরে নাম লেখালেন। সওকাত বলেন, আগামীদিনে ভাঙড়ে তৃণমূল খুব ভাল ফল করবে। এখানকার সাধারণ মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে শাসকদলে ফিরছে। আরাবুল ইসলাম বলেন,‘‌ এরা আমাদের সঙ্গে ছিলেন। ভাঙড়ের পাওয়ার গ্রিডের আন্দোলননের সময় আইএসএফের সঙ্গে চলে যায়। আবার উন্নয়ন ও প্রগতির পক্ষে এলেন এরা।

ভাঙরে কান পাতলেই শোনা যাচ্ছে, দুর্নীতি বরদাস্ত করতে না পেরেই আইএসএফ ছেড়ে শতাধিক কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version