Saturday, May 3, 2025

তাঁর ট্রেড মিলে হাঁটার কথা সর্বজনবিদিত। পাহাড় হোক বা সমতল- যেকোনও জায়গায় তাঁর সঙ্গে তাল মিলিয়ে হেঁটে পেরে ওঠা কঠিন। রবিবাসরীয় দুপুরে নিজের ইন্সট্রা প্রোফাইলে ভিডিও পোস্ট (Video Post) করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাতে দেখা যাচ্ছে বেশে জোরে ট্রেডমিলে হাঁটছেন TMC সুপ্রিমো। পরে চিরাচরিত সাদা শাড়ি। তবে, হাতে একটি কুকুরছানা। মুখ্যমন্ত্রী লিখেছেন,
“Somedays you need some extra motivation!” (কিছু কিছু দিন আপনার একটু বাড়তি অনুপ্রেরণা প্রয়োজন!) বোঝাই যাচ্ছে, আদরের পোষ্যর কথা বলেছেন তিনি।


বরাবরই স্বাস্থ্য সচেতন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফিট থাকতে নিয়মিত ট্রেডমিলে হাঁটেন। সে কথা অনেকবারই বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকী, প্রশাসনিক সভায় কারও অতিরিক্ত ওজন দেখলে তিনি তা কমানোর পরামর্শ দেন। দলের নেতা-কর্মীদেরও অনেক সময়ই শরীরচর্চার পরামর্শ দিতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। এদিন, মুখ্যমন্ত্রীর শরীরচর্চার ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। দুহাতে ধরা কুকুরছানা। সচরাচর কাউকে শাড়ি পরে ট্রেডমিলে হাঁটতে দেখা যায় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যেকোনও জায়গাতেই সাদা খোলের সাধারণ তাঁতের শাড়ি পরেন। সেই পোশাকেই এদিন ট্রেডমিলে তিনি।

একই সঙ্গে নজর কেড়েছে কুকুরছানাটি। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মমতার দিকে। পোষ্যকে সঙ্গে নিয়ে ট্রেডমিলে মুখ্যমন্ত্রী যে বেশ খোশমেজাজেই সময় কাটিয়েছেন তা ‘রিল’টি থেকেই স্পষ্ট। ফেসবুক, টুইটারের পাশাপাশি তিনি ইনস্টাগ্রামেও জনপ্রিয়। অনুরাগীর সংখ্যা ২ লক্ষেরও বেশি। সেখানেই রবিবার অন্য মেজাজে ধরা দিলেন মমতা।

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version