Friday, August 22, 2025

“গোটা বিশ্বের কাছে কোণঠাসা পাকিস্তান”! বিলাবলের ভারত সফর নিয়ে ‘প্রশ্নবাণ’ ইমরানের

Date:

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) সম্মেলনে যোগ দিতে দিন দুয়েক আগেই ভারতে এসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। ইতিমধ্যে ভারত সফর সেরে পাকিস্তানে (Pakistan) ফিরে গিয়েছেন বিলাবল এবং তারপর তিনি গিয়েছেন ব্রিটেনে (Britain)। বর্তমানে রাজা তৃতীয় চার্লসের (King Charles iii) রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনে রয়েছেন তিনি। কিন্তু এত খরচ করে এই সব বিদেশ সফর করে কী লাভ হচ্ছে পাকিস্তানের? এবার সেই প্রশ্নই তুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রধান ইমরান খান (Imran Khan)।

শনিবার লাহোরের একটি মিছিলে যোগ দিয়েছিলেন ইমরান। আর সেই মিছিল থেকেই এমন প্রশ্ন তুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এদিনের মিছিল থেকেই বর্তমান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিকে একহাত নেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিতও হয়েছে। ইমরান খান লাহোরের মিছিল থেকে পাক বিদেশমন্ত্রীর উদ্দেশে বলেন, গোটা বিশ্বের কাছে অত্যন্ত নিচু করা হচ্ছে পাকিস্তানকে। বিলাবল, আপনি সারা বিশ্বে ঘুরছেন। প্রথমে আপনি বলুন বিভিন্ন বিদেশ সফরের জন্য আপনার কত খরচ হচ্ছে। এর থেকে দেশের কী কোনও লাভ হচ্ছে? পাশাপাশি এদিন ভারত সফর থেকে পাকিস্তানের কোনও লাভ হচ্ছে কী না সে বিষয়েও প্রশ্ন করেছেন ইমরান।

উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদত, দেশকে জঙ্গিদের আশ্রয়স্থল বানিয়ে গোটা বিশ্বের কাছেই বর্তমানে কোণঠাসা পাকিস্তান। আর সেই সঙ্গে পাক অর্থনীতির অবস্থাও টালমাটাল। বিভিন্ন দেশের কাছে সাহায্যের আশায় কার্যত ভিক্ষা প্রার্থনা করতে হচ্ছে পাকিস্তানকে। আর এদিন এই বিষয়ের রেশ টেনেই কাশ্মীর ও সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস সন্ত্রাসবাদের কোনও সীমারেখা হয় না এবং যে কোনও মূল্যে তা বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি এদিন পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরে রয়েছেন বলেও অভিযোগ করেছেন ইমরান।

 

 

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version