Thursday, November 6, 2025

কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় তদন্তে সহযোগিতা করবেন অভিষেক, আদালতে সময় চেয়ে আবেদন

Date:

নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় তদন্তে সহযোগিতা করবেন TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, ঘোষিত কর্মসূচিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণে আদালতের সময় চেয়ে আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) পর্যবেক্ষণের প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। তার জেরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরিয়ে বিচারপতি সিনহার বেঞ্চে পাঠানো হয়। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, তদন্তের প্রয়োজনে তৃণমূল সাংসদকে মামলায় পার্টি করা হোক।

এই প্রসঙ্গে এজলাসে বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) বলেন, ”যেকোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা। এতে অসুবিধা কোথায়?” অভিষেকের পক্ষ থেকে আইনজীবী জানান, তদন্তে সহযোগিতা করবেন তৃণমূল সাংসদ। কিন্তু তৃণমূলের ঘোষিত কর্মসূচিতে দুমাস রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছেন। সুতরাং তাঁকে সময় দেওয়া হোক বলে আবেদন জানানো হয়। ১২ মে এই মামলার পরবর্তী শুনানি।

 

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version