Friday, January 2, 2026

ওনাকে হয়ত ভুল বোঝানো হয়েছে: রাজ্যপালের কাছে বিল আটকে থাকা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) মন্তব্য নিয়ে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ওই চেয়ারটা একটা রেসপেক্টেড চেয়ার।“

রাজ্যপাল এদিন বলেন, গণতন্ত্রে আঘাত এলে তিনি চুপ করে থাকবেন না। এর পাল্টা মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিনি চুপচাপ বসে থাকবেন না তো কি সবার চাকরি খাবেন। শিক্ষা দফতর চালায় যেখানে আমিও ইন্টারফেয়ার করি না। আমরা রাজ্যপালকে সম্মান দিই৷ সেই জন্য চেয়ার রাখা আমরা হস্তক্ষেপ করি না৷ এখন ৪২টা বিশ্ববিদ্যালয় হয়েছে৷ এই নিয়ম যখন তৈরি হয়েছে তখন হাতে গোনা বিশ্ববিদ্যালয় ছিল৷ উপাচার্যরা পরীক্ষা নেবে, ছাত্রছাত্রীদের দেখবে নাকি রাজ্যপালকে গিয়ে হিসেব দেবে৷ আমরা বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করি না৷ বিশ্ববিদ্যালয় স্বাধীন ভাবে চলার পক্ষে৷“ এরপরেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, “রাজ্যপালকে কেউ হয়তো ভুল বোঝাচ্ছে৷’’

রাজভবনে উপাচার্য নিয়োগ বিল আটকে থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের থাকা নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। পুরনো আইন নিয়ে জানান,”তখন রাজ্য়ে ১২টা বিশ্ববিদ্যালয় ছিল। তাই এই নিয়ম তৈরি হয়েছিল। এখন যদি বলেন, ৭ দিনের মধ্যে জবাব দিতে হবে, তাহলে উপাচার্যরা কী করবেন? পড়াবেন না কি এসব করবেন?” মুখ্যমন্ত্রীর কথায়, “হিসেব দিতে হলে আমারা দেব। রাজ্য সরকার এমন কিছু করে না যাতে আমাদের উপাচার্যদের সমস্যা হয়।”

বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্য়পালকে সরাতে বিল পাশ হয়েছে বিধানসভায়। সেই বিল অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়েছে। মমতা বলেন, ”ওঁকে বলব, পছন্দ না হলে ফেরত পাঠান। যাতে বিধানসভা আবার পাশ করাতে পারি। অনেক বিধানসভায় এই বিল পাশ হয়েছে।”

আরও পড়ুন:RSS ক্যাম্পে নিয়েছিলেন দেশাত্মবোধের শপথ, ‘দেশদ্রোহী’ DRDO বিজ্ঞানীর অতীত ‘সঙ্ঘ’ময়

 

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...