Wednesday, August 27, 2025

এখনও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি।সোমবারই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ।তার পর তা গভীর নিম্নচাপ হয়ে সৃষ্টি করবে ঘূর্ণিঝড় ‘মোকা’। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
cyclone moka update with weather
আরও পড়ুন:‘ঈশ্বর যেন মেয়ের জামিন দিয়ে দেয়’, প্রার্থনা অনুব্রতর

সোমবার হাওয়া অফিসের তরফে জানান হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টি হবে বলে সতর্কবার্তা দারি হয়েছে। সোমবার আন্দামানে ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই দ্বীপপুঞ্জে। আন্দামানে মঙ্গলবার ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৭৯ কিলোমিটার পর্যন্ত।

তবে এখনও ঘূর্ণিঝড় ‘মোকা’র সাগরে যে হেতু এখনও তৈরি হয়নি, তাই তার অভিমুখ বা তা কোথায় আছড়ে পড়বে, তা নিয়ে এখনও আবহাওয়া দফতরের তরফে কিছু জানানো হয়নি। তবে মৌসম ভবন জানিয়েছে, মোকার প্রভাবে তামিলনাড়ু কিংবা অন্ধ্রপ্রদেশে দুর্যোগের আশঙ্কা নেই।


এদিকে,বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা চোখ রাঙাতে শুরু করলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েতে হাওয়া অফিস। বরং দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। সোমবার কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version