দলকে চাঙ্গা করতে বিরাটের উদাহরণ ধোনির

মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সম্পর্ক কতটা মধুর, সে নিয়ে অসংখ্য উদাহরণ রয়েছে।বারবার তার প্রমাণও পাওয়া যায়।

নিজের দল চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের তাতাতে বিরাট কোহলির উদাহরণ দিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি চেন্নাইয়ের ড্রেসিংরুমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, দলকে চাঙ্গা করতে বিরাটের নাম উল্লেখ করেন ধোনি।

শনিবার ঘরের মাঠে চেন্নাই হারিয়ে দেয় মুম্বইকে। তারপরেই সাজঘরে ফিরে দিল্লি বনাম বেঙ্গালুরু ম্যাচে চোখ রেখেছিলেন ক্রিকেটাররা। ধোনিও সেই ম্যাচ দেখছিলেন। হঠাৎই বলে ওঠেন, “বিরাট কখনও এ ভাবে প্রথম বল খেলে না। সব সময় সে এখানে খেলে।” কার উদ্দেশে ধোনি এই কথা বলেছেন সেটা অবশ্য স্বল্প সময়ের ভিডিওটি দেখে বোঝা যায়নি।

মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সম্পর্ক কতটা মধুর, সে নিয়ে অসংখ্য উদাহরণ রয়েছে।বারবার তার প্রমাণও পাওয়া যায়। বিরাটের মুখে শোনা যায় তাঁর খারপ সময়ে পাশে ছিলেন ধোনি।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতী দলে রাহুলের পরিবর্তে এলেন ইশান