বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতী দলে রাহুলের পরিবর্তে এলেন ইশান

এদিকে চলতি আইপিএল-এ ভালো খেলেও ভারতীয় দলে সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা।

আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। তার জায়গায় দলে এলেন ইশান কিষান। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। এদিকে চলতি আইপিএল-এ ভালো খেলেও ভারতীয় দলে সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা।

এদিনের বিবৃতিতে বোর্ড জানিয়েছে, লখনৌ বনাম রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে রাহুল যে চোট পেয়েছিলেন, তার জন্য অস্ত্রোপচার করতে হবে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে যাবেন রাহুল। চোটের কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না।

জয়দেব উনাদকাটকে নিয়েও লেখা হয়েছে বিবৃতিতে। বোর্ড জানিয়েছে, নেটে বল করতে গিয়ে তিনি যে চোট পেয়েছেন তাঁর জন্যে এনসিএ-তে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। এখনই উনাদকাটের পরিবর্ত কোনও ক্রিকেটারের নাম জানানো হয়নি। এখন উনাদকাট এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন এবং শক্তি বাড়ানোর কাজ করছেন।

আরও পড়ুন:কলকাতার লুচি-ঘুগনি মনে ধরেছে বরুণ চক্রবর্তীর


 

Previous articleফের নাকচ জামিনের আবেদন! জে.ল হে.ফাজতের মেয়াদ বাড়ল পার্থ সহ ৬ জনের  
Next article৩৪ থেকে কমে ২২ হয়েছে বলেই টাকা আটকে দিয়েছে: পাওনা আদায়ে দিল্লিকে তোপ অভিষেকের