Monday, November 17, 2025

তিনমাস অন্তর হবে পঞ্চায়েত প্রধানদের কাজের পর্যালোচনা, সাফ জানালেন অভিষেক

Date:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে গত তিনদিন ধরে মুর্শিদাবাদের (Murshidabad) রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার দিনভর বিভিন্ন জায়গায় রোড শো, জনসভা করার পর রাতে বড়েঞায় দলীয় কর্মীদের নিয়ে অধিবেশন করেন তিনি। আর সেখানে স্পষ্ট জানিয়ে দেন, আগামী পঞ্চায়েত ভোটে নির্বাচিত প্রধানদের কাজের পর্যালোচনা হবে তিনমাস অন্তর।

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, একবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে যাওয়া মানেই পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাওয়া নয়। তিনমাস অন্তর তাঁদের কাজের পর্যালোচনা হবে। যদি কোনও প্রধান ঠিকমতো কাজ করতে না পারেন, তাহলে তাঁকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হবে। অভিষেক জানান ইতিমধ্যেই তিনজন পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিয়েছেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে প্রধানদের সুসম্পর্ক রাখার পরামর্শ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যেই জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক। সেখানে তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে চাইছেন সাধারণ মানুষ তা জানাতে পারছেন গোপন ব্যালটের মাধ্যমে। অভিষেকের কথায় প্রগতিশীল পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছেন তিনি। বাম জমানা এবং তার আগের কংগ্রেস জমানার পঞ্চায়েত ভোটের কথা স্মরণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তথ্য পরিসংখ্যান দিয়ে জানান, ২০০৮ বা তার আগের পঞ্চায়েত নির্বাচনগুলিতে কীভাবে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন মানুষ। সেই পরিস্থিতি বদলে সুষ্ঠুভাবে ভোট করে পঞ্চায়েত করার ডাক দিয়েছেন অভিষেক। আগামী দিনে যিনি কেন্দ্রের জনবিরোধী নীতি, ১০০ দিনের টাকা আটকে রাখার, বাংলাকে বঞ্চিত করার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবেন সেই প্রার্থীকে পঞ্চায়েতে মনোনীত করার বার্তা দেন অভিষেক।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version