Friday, January 16, 2026

শেষ প্রচারে কর্নাটকে প্রিয়াঙ্কা-ঝড়, সোনিয়ার বিরুদ্ধে কমিশনে বিজেপি

Date:

Share post:

আগামী ১০ মে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার শেষ মুহূর্তের প্রচারে কার্যত ঝড় তুলল কংগ্রেস(Congress)। গত শনি ও রবি টানা দুদিন কর্নাটক জুড়ে মেগা রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার শেষ দিনের নির্বাচনী প্রচারে ময়দানে নামলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। রীতিমতো ঝড় তুললেন প্রচারে। অন্যদিকে শনিবার সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) মন্তব্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো বিজেপি(BJP)।

সোমবার নির্বাচনী প্রচারে এসে জমকালো রোড শো করলেন প্রিয়াঙ্কা। ফুলে সজ্জিত একটি গাড়িতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তার দুপাশে ভিড় জমানো জনতাকে স্বাগত জানান। পাশাপাশি এদিন প্রচারে দেখা যায় রাহুল গান্ধীকেও। অন্যদিকে, কর্নাটকে বিধানসভা ভোটের প্রচারের শেষ দিনে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে নিশানা করল বিজেপি। বিজেপির অভিযোগ, ভোটের প্রচারে কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষার মতো অসাংবিধানিক মন্তব্য করেছেন সোনিয়া। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সোনিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি। গত শনিবার নির্বাচনি প্রচারে গিয়ে কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছিলেন সোনিয়া। এই ইস্যুকে হাতিয়ার করে সোনিয়ার বিরুদ্ধে সরব হয়েছে পদ্ম শিবির। রবিবার সোনিয়া গান্ধীকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বক্তব্যের পাল্টা এদের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও।

সোনিয়া গান্ধীর বক্তব্যে পাল্টা দিয়ে রবিবার কর্নাটকে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, “গত কাল গান্ধী পরিবার প্রচারে এসে কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছিলেন। এর অর্থ হল, যখন কোনও দেশ স্বাধীন হয়, তখন সেটিকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে ধরা হয়ে থাকে। কংগ্রেস নেতারা যা বলছেন, তা ধরলে মেনে নিতে হয়, কর্নাটক আর ভারতের অংশ নয়।” প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাবি করে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে, “‘কংগ্রেস ভারত থেকে কর্ণাটককে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে’ সংক্রান্ত যে মিথ্যা অভিযোগ নরেন্দ্র মোদি করেছেন তার জন্য কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুলিশি অভিযোগ জানাক।”

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১৬ জানুয়ারি (শুক্রবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৪২১৫ ₹ ১৪২১৫০ ₹ খুচরো পাকা সোনা ১৪২৯০...

বাংলায় নিষিদ্ধ অ্যালমন্ট কিড সিরাপ, বিজ্ঞপ্তি জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের

শিশুদের জনপ্রিয় কফ সিরাপ অ্যালমন্ট কিড সিরাপ (almont Kid Syrup) নিষিদ্ধ করা হল পশ্চিমবঙ্গে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের (West...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১৬ জানুয়ারি (শুক্রবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল! শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টে নয়া প্রধান বিচারপতি। দায়িত্বে বিচারপতি সুজয় পাল (Sujay pal)। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য...