Sunday, November 9, 2025

সৌজন্য-সাক্ষাৎ! নবীনের বাসভবনে মধ্যাহ্নভোজ নীতীশের, ১৮ মে দিল্লিতে মোগা বৈঠকের পরিকল্পনা

Date:

Share post:

বিজেপি বিরোধী শক্তি একত্রিত করতে অবিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সেই তালিকায় এবার ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Nabin Pattanayek)। তবে মঙ্গলবার, ভুবনেশ্বরে সাক্ষাতের পরে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করলেন দুই মুখ্যমন্ত্রীই।

এদিন, ওড়িশায় মুখ্যমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ সারেন নীতীশ কুমার। প্রায় ১ ঘণ্টার বেশি সময় তাঁদের মধ্যে কথা হয়। এরপরে যৌথ সাংবাদিক বৈঠকে নবীন পট্টনায়েক বলেন, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ। নীতীশ কুমার তাঁর বুদিনের বন্ধু। অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তাঁরা দুজনেই ছিলেন। এদিনের আলোচনায় আগামী লোকসভা নির্বাচনে জোট বা রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি বলেই জানান BJD প্রধান। বিহারের অতিথি নিবাস করার জন্য ১.৫ একর জমি বিনামূল্য দিয়েছে ওড়িশা সরকার।

দিন কয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন নীতীশ। আবার ওড়িশা গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করে এসেছেন মমতা। আঞ্চলিক দলগুলিকে একত্রিত করে বিজেপি বিরোধী জোট করতে উদ্যোগী মমতা-নীতীশ দুজনেই। তবে, সেই জোটে নবীন পট্টনায়েককে টানা যাবে কি না তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

তবে, নবীনেই ইতি টানছে না নীতীশ। বুধবার, তিনি দেখা করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে। তারপরই চলে যাবেন মুম্বই। সেখানে গিয়ে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে দেখা করার কথা জেডিইউ প্রধানের। বেশ কয়েকদিন ধরেই অ-বিজেপি বিশেষ করে আঞ্চলিক দলগুলিকে একজোট করার কাজে নেমেছেন নীতীশ কুমার। সেই পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেন এসপি নেতা অখিলেশ যাদব, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে। নীতীশের মতে, বিজেপিকে হারাতে হলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে বিজেপি বিরোধী ভোটকে এক বাক্সে আনতে হবে। জেডিইউ সূত্রে খবর, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন নীতীশ। সূত্রের খবর, আগামী ১৮ মে দিল্লিতে কেন্দ্র বিরোধী দলগুলিতে একত্রিত করে মেগা বৈঠকের পরিকল্পনা রয়েছে নীতীশের।

 

 

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...