Saturday, December 20, 2025

সৌজন্য-সাক্ষাৎ! নবীনের বাসভবনে মধ্যাহ্নভোজ নীতীশের, ১৮ মে দিল্লিতে মোগা বৈঠকের পরিকল্পনা

Date:

Share post:

বিজেপি বিরোধী শক্তি একত্রিত করতে অবিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সেই তালিকায় এবার ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Nabin Pattanayek)। তবে মঙ্গলবার, ভুবনেশ্বরে সাক্ষাতের পরে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করলেন দুই মুখ্যমন্ত্রীই।

এদিন, ওড়িশায় মুখ্যমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ সারেন নীতীশ কুমার। প্রায় ১ ঘণ্টার বেশি সময় তাঁদের মধ্যে কথা হয়। এরপরে যৌথ সাংবাদিক বৈঠকে নবীন পট্টনায়েক বলেন, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ। নীতীশ কুমার তাঁর বুদিনের বন্ধু। অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তাঁরা দুজনেই ছিলেন। এদিনের আলোচনায় আগামী লোকসভা নির্বাচনে জোট বা রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি বলেই জানান BJD প্রধান। বিহারের অতিথি নিবাস করার জন্য ১.৫ একর জমি বিনামূল্য দিয়েছে ওড়িশা সরকার।

দিন কয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন নীতীশ। আবার ওড়িশা গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করে এসেছেন মমতা। আঞ্চলিক দলগুলিকে একত্রিত করে বিজেপি বিরোধী জোট করতে উদ্যোগী মমতা-নীতীশ দুজনেই। তবে, সেই জোটে নবীন পট্টনায়েককে টানা যাবে কি না তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

তবে, নবীনেই ইতি টানছে না নীতীশ। বুধবার, তিনি দেখা করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে। তারপরই চলে যাবেন মুম্বই। সেখানে গিয়ে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে দেখা করার কথা জেডিইউ প্রধানের। বেশ কয়েকদিন ধরেই অ-বিজেপি বিশেষ করে আঞ্চলিক দলগুলিকে একজোট করার কাজে নেমেছেন নীতীশ কুমার। সেই পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেন এসপি নেতা অখিলেশ যাদব, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে। নীতীশের মতে, বিজেপিকে হারাতে হলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে বিজেপি বিরোধী ভোটকে এক বাক্সে আনতে হবে। জেডিইউ সূত্রে খবর, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন নীতীশ। সূত্রের খবর, আগামী ১৮ মে দিল্লিতে কেন্দ্র বিরোধী দলগুলিতে একত্রিত করে মেগা বৈঠকের পরিকল্পনা রয়েছে নীতীশের।

 

 

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...