Tuesday, May 6, 2025

ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) নিয়ে বাড়ছে টেনশন। মৌসম ভবনের (IMD) তরফে বারবার করে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি না হলে তার গতিপথ (Route of Mocha) সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। অবশেষে মোকার সঠিক ল্যান্ডফল (Landfall) কোথায় তা জানালো আইএমডি (IMD)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মায়ানমারে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এখন আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় মোকা (Clyclone Mocha) মায়ানমার থেকে আরও খানিকটা বাংলাদেশের (Bangladesh) দিকে সরে এসেছে। সেক্ষেত্রে স্থলভাগে আছড়ে পড়ার সময় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে। এরপর ঘূর্ণিঝড়ের দ্বিতীয় পরিবর্তন যদি জলেই হয় তবে তা বাংলাদেশ থেকে আরেকটু উত্তর পূর্বে সরে সুন্দরবন লাগোয়া এলাকা হতেও পারে। তবে তার জন্য অন্তত দুদিন অপেক্ষা করতে হবে, তবেই এই বিষয়টি স্পষ্ট করে জানানো সম্ভব। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা গতিপথ তাতে আগামী রবিবার রাতে কিংবা সোমবার সকালে মোকার স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা বাড়ছে।

 

প্রসঙ্গত বাংলায় ঘূর্ণিঝড় মোকার প্রভাব এখনও পর্যন্ত নেই। উল্টে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। বৈশাখের মাঝামাঝি সময়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছিল আর লু বয়ে যাওয়ার সম্ভাবনা নেই । কিন্তু ঘূর্ণিঝড় সেই সব হিসেবকে বানচাল করে দিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচ জেলায় আগামিকাল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। তবে ইতিমধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে মৌসম ভবন জানাচ্ছে।


 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version