Saturday, August 23, 2025

জম্মু ও কাশ্মীরের চেয়েও বড় লিথিয়াম খনির সন্ধান মিলল রাজস্থানে

Date:

জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) গত ফেব্রুয়ারি মাসে মিলেছিল দেশের প্রথম লিথিয়াম খনির(Lithium Mine) সন্ধান। মাত্র ৩ মাসের মধ্যে আরও এক লিথিয়াম খনির সন্ধান মিলল ভারতে(India)। লিথিয়ামের পরিমাণের দিক থেকে এই খনি উপত্যকার থেকে আরও বড়। বিজ্ঞানীদের অনুমান রাজস্থানে পাওয়া এই লিথিয়াম খনি দেশের মোট চাহিদার ৮০ শতাংশ মেটানোর ক্ষমতা রাখে।

রাজস্থানের(Rajsthan) নাগপুর জেলার দেগানায় পাওয়া গিয়েছে এই লিথিয়াম খনি। সেরাজ্যের প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। এই মুহূর্তে ভারত লিথিয়াম, নিকেল ও কোবাল্টের মতো খনিজ পদার্থের জন্য বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল। জম্মু ও কাশ্মীরের পর রাজস্থান, পরপর দুই রাজ্যে লিথিয়াম খনির সন্ধান এই পরিস্থিতি অনেকটাই বদলাবে বলেই মনে করা হচ্ছে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতেই মূলত ব্যবহৃত হয় লিথিয়াম। জম্মু কাশ্মীরের পর রাজস্থানে আরও এক খনির সন্ধান মেলায় ভারতে আগামিদিনে লিথিয়াম আরও সস্তা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে সন্ধান মিলেছিল দেশের প্রথম লিথিয়াম খনির। মোট ৫৯ লক্ষ টন লিথিয়াম ওখানে রয়েছে বলে অনুমান। কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছিল লিথিয়াম (Lithium) ও সোনা মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version