Thursday, August 21, 2025

গরমের দাবদাহ থেকে কয়েকদিনের স্বস্তি মিলেছিল বটে। কিন্তু তা ক্ষণিকের। ঘূর্ণিঝড় ‘মোকা’ আসার আগেই বঙ্গজুড়ে গরম ক্রমশই বাড়ছে।ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে ‘মোকা’র প্রভাবে দক্ষিণের আটটি এবং উত্তরবঙ্গের তিনটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা আবার ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়তে পারে ।

আরও পড়ুন:‘মোকা’ মোকাবিলায় নজর প্রশাসনের, অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর
বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোকা।বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করবে। আলিপুর সূত্রে খবর, বৃহস্পতিবারের পর ক্রমশ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে যেতে শুরু করবে মোকা।তবে তা গতিপথ পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরে যায় কিনা, সেদিকেও নজর রাখছেন আবহাওয়াবিদরা।

মৌসম ভবন সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে এই মুহূর্তের প্রচুর পরিমাণে শুষ্ক বাতাস প্রবেশ করছে। সেই কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড় স্থলভাগ থেকে টেনে নিচ্ছে সমস্ত জলীয় বাষ্প। নতুন করে আবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হবে। বৃহস্পতিবারের আগে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন।

গত ৩-৪ দিনে এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় ৪০ ডিগ্রি ছোঁবে কলকাতার পারদ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার বেলা বাড়লে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।


বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। এমনকী, সেদিন উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। ১১ মে বৃহস্পতিবার বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে লু বইবে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৩ থেকে ৮৪ শতাংশ।

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version