Tuesday, August 26, 2025

আজ মঙ্গলবার ২৫ বৈশাখ।বিশ্বকবির জন্মদিনে বীরভূমেই নবজোয়ার কর্মসূচি সূচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু কর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও প্রবল উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই বীরভূম জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। কর্মীরাও উৎসাহিত। কারণ গণতান্ত্রিক ভাবে প্রার্থী বাছাইয়ের সুযোগ করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সাতসকালে মুর্শিদাবাদ থেকে রওনা হয়ে আজ মঙ্গলবার সকাল ১১টায় লোহাপুর দিয়ে বীরভূমে প্রবেশ করার কথা অভিষেকের। এরপর নলহাটি-চাতরা হয়ে মারগ্রামে কর্মসূচি রয়েছে। আগামী তিনদিন বীরভূমজুড়ে কর্মসূচি পালন করবেন তিনি।

আরও পড়ুন:ভিলেন মোকা!বৃষ্টি নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও গরম বাড়বে বঙ্গে

আজ রবীন্দ্রজয়ন্তী। বীরভূম জেলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। দিনভর শান্তিনিকেতনে প্রাণের কবিকে শ্রদ্ধা জানাতে নানান অনুষ্ঠান রয়েছে। শুধু শান্তিনিকেতন কেন, গোটা বীরভূম জেলা জুড়েই হবে সরকারি-বেসরকারি নানা অনুষ্ঠান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধা জানাবেন কবিগুরুকে। সঙ্গে কর্মসুচির অঙ্গ হিসেবে জনসংযোগ-জনসভা ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আজ থাকবেন তারাপীঠে। সেখানেই হবে অধিবেশন-গোপন ভোট। তারামায়ের মন্দিরে পুজো দেবেন আজই। সাংগঠনিকভাবে এই মুহূর্তে বীরভূম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন। জেলায় দলের কোর কমিটি রয়েছে। সেখানে মন্ত্রী-সাংসদ-জেলা পরিষদের সভাধিপতি সকলেই রয়েছেন। এমনিতেই নানা ভাষা, নানা বৈচিত্রে ভরা এই বীরভূম জেলা। এর আগের কয়েকটি জেলায় দলীয় নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক আলোচনা করেছেন অভিষেক। দিয়েছেন প্রয়োজনীও নির্দেশ। রাজনৈতিক দিক থেকে বীরভূম জেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সব বিরোধী দলের নজর এই জেলায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বীরভূম সফরে নজর থাকবে সকলের।


 

 

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version