Monday, December 15, 2025

আজ মঙ্গলবার ২৫ বৈশাখ।বিশ্বকবির জন্মদিনে বীরভূমেই নবজোয়ার কর্মসূচি সূচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু কর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও প্রবল উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই বীরভূম জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। কর্মীরাও উৎসাহিত। কারণ গণতান্ত্রিক ভাবে প্রার্থী বাছাইয়ের সুযোগ করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সাতসকালে মুর্শিদাবাদ থেকে রওনা হয়ে আজ মঙ্গলবার সকাল ১১টায় লোহাপুর দিয়ে বীরভূমে প্রবেশ করার কথা অভিষেকের। এরপর নলহাটি-চাতরা হয়ে মারগ্রামে কর্মসূচি রয়েছে। আগামী তিনদিন বীরভূমজুড়ে কর্মসূচি পালন করবেন তিনি।

আরও পড়ুন:ভিলেন মোকা!বৃষ্টি নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও গরম বাড়বে বঙ্গে

আজ রবীন্দ্রজয়ন্তী। বীরভূম জেলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। দিনভর শান্তিনিকেতনে প্রাণের কবিকে শ্রদ্ধা জানাতে নানান অনুষ্ঠান রয়েছে। শুধু শান্তিনিকেতন কেন, গোটা বীরভূম জেলা জুড়েই হবে সরকারি-বেসরকারি নানা অনুষ্ঠান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধা জানাবেন কবিগুরুকে। সঙ্গে কর্মসুচির অঙ্গ হিসেবে জনসংযোগ-জনসভা ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আজ থাকবেন তারাপীঠে। সেখানেই হবে অধিবেশন-গোপন ভোট। তারামায়ের মন্দিরে পুজো দেবেন আজই। সাংগঠনিকভাবে এই মুহূর্তে বীরভূম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন। জেলায় দলের কোর কমিটি রয়েছে। সেখানে মন্ত্রী-সাংসদ-জেলা পরিষদের সভাধিপতি সকলেই রয়েছেন। এমনিতেই নানা ভাষা, নানা বৈচিত্রে ভরা এই বীরভূম জেলা। এর আগের কয়েকটি জেলায় দলীয় নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক আলোচনা করেছেন অভিষেক। দিয়েছেন প্রয়োজনীও নির্দেশ। রাজনৈতিক দিক থেকে বীরভূম জেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সব বিরোধী দলের নজর এই জেলায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বীরভূম সফরে নজর থাকবে সকলের।


 

 

Related articles

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...
Exit mobile version