Saturday, August 23, 2025

বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। তাই ক্যালেন্ডারে মঙ্গলবার হলেও, আজ রবি-বার। আজ রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে কবিতা-গানে চলছে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ।

আরও পড়ুন:কবিগুরুর জন্মজয়ন্তীতে রবিতীর্থে অভিষেক

২৫ বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতন কর্মিপরিষদের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হচ্ছে৷ যদিও অনুষ্ঠান সূচির কিছু পরিবর্তন করা হয়েছে৷ এদিন ভোর ৫ টার সময় বৈতালিক দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৭টা নাগাদ উপাসনা গৃহে শুরু হয় উপাসনা।সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুত বন্দ্যোপাধ্যায়ও। উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্প প্রদান অনুষ্ঠান হয়। যদিও সকাল ৯টার সময় মাধবী বিতানে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একই ভাবে সন্ধ্যা নাগাদ গৌরপ্রাঙ্গনে শাপমোচন নাটক ও বাতিল করা হয়েছে।অনুষ্ঠান বাতিলের কারণ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।


অন্যদিকে, কবিগুরুর জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে সকাল থেকেই কথায়, গানে, কবিতায় চলছে রবিস্মরণ। বিভিন্ন শিল্পীরা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনাও লেগে রয়েছে। এ দিন সকালেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পৌঁছন দেবাশিস কুমার, মালা রায়ও। রবীন্দ্রনাথের আবক্ষমূর্তিতে মাল্যদান করা হয়। রবিস্মরণে বক্তৃতাও করেন তাঁরা। এদিকে দশটায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পৌঁছনোর কথা থাকলেও সকাল দশটার কিছু পরে সেখানে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কবিগুরুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এরপর ঠাকুরবাড়ি ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে জোড়াসাঁকোয় উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বরাও।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version