পাঞ্জাবকে ৫ উইকেটে হারাল কলকাতা

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে আন্দ্রে রাসেল। ৪২ রান করেন তিনি।

আইপিএল-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। এদিন পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের ভেসে থাকল নাইট ব্রিগেড। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে অর্ধশতরান অধিনায়ক শিখর ধাওয়ানের। ৫৭ রান করেন তিনি। লিভিংস্টোন করেন ১৫ রান। রাজাপাকসা করেন শূন‍্য। সাম কুরান করেন ৪ রান। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি উইকেট নেন হর্ষিত রানা। একটি করে উইকেট নেন সুয়াস শর্মা এবং নীতীশ রানা।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে আন্দ্রে রাসেল। ৪২ রান করেন তিনি। ৫১ রান করেন অধিনায়ক নীতীশ রানা। ৩৮ রান করেন জেসন রয়। গুরবাজ করেন ১৫ রান। ২১ রানে অপরাজিত রিঙ্কু সিং। পাঞ্জাবের হয়ে দুই উইকেট নেন রাহুল চাহার। একটি করে উইকেট নেন নাথান ইলিস এবং হরপ্রীত।

আরও পড়ুন:দলকে চাঙ্গা করতে বিরাটের উদাহরণ ধোনির