Tuesday, November 18, 2025

নির্বাচনের কারণে না জেনে বড় বড় কথা! নাম না করে শাহকে তীব্র খোঁ.চা মমতার

Date:

নির্বাচনের কারণে বাংলায় এসে না জেনে অনেক বড় বড় কথা বলা যায়। মঙ্গলবার, ধনধান্য স্টেডিয়ামে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) তীব্র খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এবার, দুর্যোগের আশঙ্কায় আলিপুরে নবনির্মিত ধনধান্য স্টেডিয়ামে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagor) ১৬৩তম জন্মদিন। সেখানেই নাম না করে অমিত শাহকে কটাক্ষ করলেন মমতা।

রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে তিনি যান জোড়াসাঁকোয়। তাঁর এই রবীন্দ্র-প্রেমকে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক তাস বলে আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। শাহর নাম না করে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, “আমরা যেন কখনো না ভাবি যে নির্বাচনের প্রয়োজনে ৫ টাকায় কাউকে কাউকে কিনতে পাওয়া যায়। এমনকী ভুল করে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সে কথাও বলা যায়, বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায়। আবার নির্বাচনের কারণে না জেনে লিখে নিয়ে এসে অথবা টেলিপ্রমটারে লিখে নিয়ে এসে অনেক বড় বড় কথা বলা যায়।“ মুখ্যমন্ত্রীর অভিযোগ, রবীন্দ্রনাথের সম্পর্কে না জেনে শুধু লোকসভা ভোটের দিকে তাকিয়ে কাগজ দেখে বা টেলিপ্রমটার দেখে রবীন্দ্রনাথ সম্পর্কে ভাষণ দিচ্ছেন অমিত শাহ। এর আগে, শাহি-সফর নিয়ে মমতা বলেন, মণিপুর জ্বলছে। সেখানে বিজেপির কোনও কেন্দ্রীয়দল যাচ্ছে না। অথচ বাংলায় ইতিমধ্যে ১৫১টি দল পাঠিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, কবিগুরু বিভেদের বিরুদ্ধে কথা বলেছিলেন। বিশ্বকবির সেই আদর্শ থেকে সরা যাবে না। রাজনৈতিক নয়, কলমের মাধ্যমে দেশকে নেতৃত্ব দিয়েছেন রবীন্দ্রনাথ। মুখ্যমন্ত্রীর কথায়, সব ভাষা পড়ুন কিন্তু মাতৃভাষা ভুলবেন না। “আপনারা শেক্সপিয়ার পড়ুন, সব ভাষা শিখুন। কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মাতৃভাষা যেন আমরা না ভুলি।“ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ-সহ কলকাতার ৪টি হলে ১০-২৫ মে পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

 

 

Related articles

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

১৯১০ সালে ১৮ নভেম্বর বর্ধমানে জন্ম ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্তর। আজ বটুকেশ্বর...

বিচারের নাম প্রহসন, হাসিনার সাজা নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তসলিমা

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে। মুজিব কন্যার হয়ে এবার কলম  ধরলেন...

দিল্লি বিস্ফোরণ কাণ্ড: সাত সকালেই ইডির হানা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অফিসে

দিল্লি বিস্ফোরণের (Delhi car blast case)পর থেকেই তদন্তকারীদের স্ক্যানারে উঠে  এসেছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়(Faridabad’s Al-Falah University)।মঙ্গলবার...
Exit mobile version