Monday, August 25, 2025

শহিদ রাজেশের পরিবারের পাশে অভিষেক, দ্রুত সব রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছনোর আশ্বাস

Date:

ভারত-চিন সীমান্ত (India China Boarder) গালওয়ানে শত্রুর হামলায় শহিদ হন মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওরাং (Rajesh Orang)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বুধবার সভার শেষে শহিদ জওয়ানের গ্রামে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) । শহিদ বেদি শ্রদ্ধা জানান তিনি। এরপরে কথা বলেন রাজেশের পরিবারের সঙ্গে।

গ্রামে অভিষেককে ধামসা, মাদল ও নাকাড়া বাজিয়ে স্বাগত জানান স্থানীয়রা। ২০২০ সালে গালওয়ানে শহিদ হন রাজেশ ওরাং (Rajesh Orang)। এদিন সেই পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “একটি ঘটনা ঘটে যাওয়ার পর অনেকে ভুলে যায়। আমরা ভুলি না। অনেকে মৃত্যু নিয়ে রাজনীতি করে। আমরা সেটাকে ঘৃণা করি। শহিদ রাজেশ ওরাংয়ের বাবা, মা-সহ পরিবারের সঙ্গে কথা বললাম। আমরা তাঁদের পাশে আছি।“ রাজ্যন সরকারের পরিষেবাগুলি পাচ্ছেন কি না সেটা জানতে চান অভিষেক। রাজ্যে র দেওয়া পাঁচ লক্ষ টাকা তারা পেয়েছেন। শহিদের বোন শকুন্তলা জেলাশাসকের অফিসে চাকরি পেয়েছেন। তবে শহিদ রাজেশের বাবা সুভাষ ওরাং কৃষকবন্ধু কার্ড নেই। মায়ের স্বাস্থ্য সাথী কার্ড নেই। সেগুলির দ্রুত ব্যাবস্থা করা হবে বলে আশ্বাস দেন অভিষেক। পরিবারের শিশুদের আদর করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যো্পাধ্যা্য় দেখা করতে যাওয়ায় আপ্লুত ওরাং পরিবার।

শহিদ পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে ডেউচা পাঁচামি প্রসঙ্গ। গ্রামবাসীদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, সময় লাগবে। কাজ চলছে। নিয়োগের বিষয়ে অভিষেক আশ্বস্ত করে বলেন, নিয়োগ চলছে। বারোশো পুলিশে নিয়োগ হয়েছে।


 

 

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version