Friday, January 9, 2026

ধর্মের চেয়ে বড় মানবিকতা, অন্য ‘স্টোরি’ ৩ হিন্দু সন্তানের মা কেরলের সুবাইদার

Date:

Share post:

ধর্মের নামে হিংসা-দ্বেষ, মন্দির-মসজিদের নামে রক্তক্ষরণ, লাভ জিহাদের মতো ঘটনা যখন দেশকে দুইভাগে ভাগ করতে উদ্যত। ঠিক সেই মুহূর্তে এ এক ব্যাতিক্রমী ছবি। সংখ্যায় অল্প হলেও আজও কিছু ঘটনা প্রমাণ তুলে দেয় এই দেশ সর্বধর্ম সমন্নয়ের দেশ। এখানে ধর্মের চেয়ে বড় মানবিকতা। তাই ‘দ্য কেরালা স্টোরি’র(The Kerala Story) মতো ছবি যখন দেশের মধ্যে ঘৃণাকে বাড়তে দিতে শুরু করে, ঠিক তখন অন্য গল্প শোনান কেরলের মল্লপুরম গ্রামের বাসিন্দা থেনাদান সুবাইদা(Thenadan Subaida)। আর সেই গল্প ভালোবাসার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে। যেখানে এক সন্তান তাঁর মায়ের গল্প শুনিয়েছেন। এক মুসলিম মায়ের গল্প। কেরলের মল্লপুরম গ্রামের বাসিন্দা থেনাদান সুবাইদা। বর্ধিষ্ণু মুসলিম পরিবারের কর্ত্রী সুবাইদা তিন সন্তানের জন্মদাত্রী। তবে এ ছাড়াও তাঁর রয়েছে আরও তিন সন্তান। যাঁদের সঙ্গে তাঁর জাতিগত পরিচয়য় মেলে না। তিনজনই হিন্দু পরিবারের সন্তান। সুবাইদা মুসলিম হলেও মাতৃ স্নেহ মানেনি ধর্মের বেড়াজাল।

ঘটনা বেশ কয়েক বছর আগের। সেইসময় সুবাইদাকে ঘরের কাজে সাহায্য করতেন এক হিন্দু মহিলা। যার সঙ্গে তাঁর রীতিমতো সখ্য ছিল তাঁর। সুবাইদার মতো সেই মহিলাও তিন সন্তানের মা। কিন্ত হঠাৎই মারণরোগে সেই মহিলার মৃত্যু হয়। মা হারানো ওই ফুটফুটে তিন শিশুকে দেখে নিজেকে সামলাতে পারেননি সুবাইদা। সঙ্গে সঙ্গে ওই তিন শিশুকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। নিজের সন্তানদের সঙ্গেই ওই তিনজনকে লালন-পালন করতে শুরু করেন। কোনওদিন তাদের আলাদা নজরে দেখেননি। এমনকি ওই তিন শিশুর ধর্ম পরিবর্তনের চেষ্টাও তিনি করেননি। তাঁর কাজে সবসময়ই পাশে পেয়েছেন স্বামী আব্দুলকে। সম্প্রতি সেই সুবাইদা-র মৃত্যু হয়েছে। তারপরই নিজের মায়ের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কথা লিখেছেন সেই হিন্দু সন্তানদের একজন।

যিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তিনি পালিত ওই তিন সন্তানের মধ্যে সবচেয়ে বড়। মায়ের স্মৃতিচারণে নিজের পোস্টে হৃদয় ছুয়ে যাওয়া একাধিক ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। সবচেয়ে বড় বিষয় হল ওই ৩ সন্তানকে ধর্মান্তর না করেই বড় করে তোলেন সুবাইদা। এমনকি ছোটবেলায় তাঁর মায়ের দেওয়া নামটাও বদলানো হয়নি। এবিষয়ে সেই সময় সুবাইদাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, ধর্ম কখনও মানুষের একমাত্র পরিচয় হতে পারে না। তাই তাঁকে কখনই নিজের পালিতা মা হিসেবে ভাবতে পারেন না তাঁর সন্তানরা। সম্প্রতি আসা ধর্মান্তকরণ ইস্যুকে হাতিয়ার করে দ্য কেরালা স্টোরির গল্প যখন দেশে বিদ্বেষের বীজ বপন করতে গুরু করেছে ঠিক সেই সময়ে কেরল থেকেই উঠে এল এক সত্যিকারের মানবিকতার ‘স্টোরি’। যেখানে সুবাইদার মতো মায়েরা বুঝিয়ে দেন ধর্মের চেয়ে বড় মানবিকতা।

a href=”https://t.me/biswabanglasangbad”>

spot_img

Related articles

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে...

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...