Tuesday, August 26, 2025

ভারতের জন্য বিপজ্জনক অস্থির পাকিস্তান: ইমরান গ্রেফতারে উদ্বিগ্ন ফারুক

Date:

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan) গ্রেফতারিতে ব্যাপক হিংসা ছড়িয়েছে পাকিস্তানের(Pakistan) মাটিতে। ঘটনার জেরে দফায় দফায় হিংসার জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে। তবে এই ঘটনার রেশ কাশ্মীর উপত্যকায় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তে রীতিমতো হাইঅ্যালার্টে রয়েছে সেনাবাহিনী(Indian Army)। পাক পরিস্থিতি নিয়েই এবার উদ্বেগ প্রকাশ করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা(Farooq Abdulla)। জানালেন, ‘অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক।’

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে ন্যাশ্নাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা বলেন, “অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক। ঘাতকের হাতে প্রাণ দিতে হয়েছিল দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানকে। ফাঁসি কাঠে ঝুলতে হয় জুলফিকার আলি ভুট্টোকে। তাঁর মেয়ে বেনজির ভুট্টোকেও হত্যা করা হয়। সবমিলিয়ে দেশটির ইতিহাসে এহেন ঘটনার অভাব নেই।” একইসঙ্গে তিনি আরও বলেন, “ভারতীয় উপমহাদেশে শান্তি বজায় রাখতে স্থিতিশীল পাকিস্তান জরুরি। অর্থনৈতিক বিপর্যয় ও প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির বর্তনাম পরিস্থিতি খুব ভাল নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সেখানে খুবই জনপ্রিয়। আশা করি তাঁর কোনও ক্ষতি হবে না। এবং তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হবে।”

উল্লেখ্য, পাক পরিস্থিতির দিকে নজর রেখে ইতিমধ্যেই সিমান্তে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানে গণতান্ত্রিক সরকারের পতন ঘটলে বা মৌলবাদী শক্তি ক্ষমতায় এলে কাশ্মীর উপত্যকায় জেহাদি গতিবিধি আরও বাড়তে পারে। প্রসঙ্গত, মঙ্গলবার লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময় আদালতে ঢুকে ইমরান খানকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। ৭০ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে মোট ১২১টি মামলা রুজু হয়েছে।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version