Sunday, August 24, 2025

বাংলায় ”দ্য কেরালা স্টোরি” নিষিদ্ধ নিয়ে বিস্ফোরক শুভাপ্রসন্ন, পাল্টা দিলেন কুণাল

Date:

পরিচালক সুদীপ্ত সেনের “দ্য কেরালা স্টোরি” নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। সেই চলমান বিতর্কের মধ্যে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। সম্প্রতি বাংলার বুকে “দ্য কেরালা স্টোরি”-কে নিষিদ্ধ ঘোষণা করেছে তৃণমূল সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন ঘোষণা করেছেন। যা নিয়ে বিস্ফোরক, তৃণমূল ঘনিষ্ট বলেই পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দেন চিত্রশিল্পী। তাঁর মন্তব্য, “শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্যায় কিছু হতে পারে না।” এখানেই থামলেন না, সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, “স্তাবকদের কথা না শুনে, উনি নিজে যদি সিনেমাটি দেখতেন, তাহলে হয়তো নিষিদ্ধ করতেন না।” বিস্ফোরক মন্তব্যে তাঁর আরও সংযোজন “হিটলারি একটা শাসন… এটা তো বজরং দলের কাজ “!

ঠিক কী বলেছেন শুভাপ্রসন্ন? শিল্পীর দাবি, ”তাঁর (মুখ্যমন্ত্রী) স্তাবকরা তাঁকে সঠিক পথে চালিত করে না। মমতা নিজে হয়তো সিনেমাটা দেখেননি। দেখলে তিনি বন্ধ করতেন না। আমি ঘনিষ্ঠ বলে তো আমি অন্ধ নই। আমি তো পার্টির মেম্বার নই। দল গড়ে ওঠার সাক্ষী। আমি জানি কত প্রাণ দিয়ে উনি দলটা দাঁড় করিয়েছেন। স্তাবকরা তখন কোথায়? গালিগালাজ করত। কোথায় ছিল আন্দোলনের সময়?”

শুভাপ্রসন্নর এমন মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, “উনি মহামানব। আজ ২৫ শে বৈশাখ। উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখেন। যা বলার ২৬শে বৈশাখ বলব। আগের বার তো এসব বলে কান্নাকাটি করেছেন।”

তবে এই প্রথম নয়, শাসক ঘনিষ্ঠ হয়েও শুভাপ্রসন্নর একের পর এক বিতর্কিত মন্তব্য বিড়ম্বনায় ফেলছে শাসক দলকে। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষায় ”পানি”, ”দাওয়াত”-এর মতো শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন শিল্পী শুভাপ্রসন্ন। দেশপ্রিয় পার্কের সেই অনুষ্ঠানে একইমঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চে দাঁড়িয়েই শুভাপ্রসন্নর বক্তব্যকে খণ্ডন করে দেন খোদ মুখ্যমন্ত্রী।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version