Tuesday, November 11, 2025

প্রাপ্য টাকা ছিনিয়ে আনব: লাভপুর থেকে দিল্লি ঘেরাওয়ের ডাক অভিষেকের

Date:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayet Election) মাথায় রেখে রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচিতে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বৃহস্পতিবার এই কর্মসূচির ১৭ তম দিনে বীরভূমের(Birbum) লাভপুরের সভা থেকে কেন্দ্রকে তীব্র হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ(TMC MP)। কড়া ভাষায় জানালেন, প্রাপ্য বকেয়া টাকা পেলে দিল্লি(Delhi) ঘেরাও করব।

এদিনের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একুশের নির্বাচনে বাংলায় হেরে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। খেটে খাওয়া বাংলার মানুষের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে। যার মধ্যে সাড়ে ৭ হাজার কোটি টাকা ১০০ দিনের কাজের টাকা। এছাড়াও আবাস, সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিলের টাকা আটকেছে।” এরপরই হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “প্রয়োজন হলে কেন্দ্রের গামোন্নয়ন মন্ত্রকের দফতর কৃষি ভবনের বাইরে আমি দাঁড়িয়ে থেকে আন্দোলন করব। যতদিন না টাকা আদায় হবে ততদিন। আমাদের প্রাপ্য টাকা আমরা ছিনিয়ে আনব।” একইসঙ্গে জানান, “গতকাল রাত অবধি ১০ লক্ষ চিঠি ইতিমধ্যেই সাধারণ মানুষ লিখেছে। আগামী দিন এই চিঠি সামনে রেখে আমরা দিল্লি যাব। কোনও নেতার ক্ষমতা নেই এই টাকা আটকে রাখবে। যতদিন সময় লাগুক টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনার দায়িত্ব আমার। শুধু আপনাদের বলব আপনারা মানুষকে সংগঠিত করুন। চোখে চোখ রেখে, মেরুদণ্ড সোজা রেখে টাকা আদায় করব। এক ছটাক জমি ও ১ ইঞ্চি মাথা আমরা নত করব না। যতদিন না আমাদের প্রাপ্য আমরা ছিনিয়ে আনছি ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে।”

এর পাশাপাশি বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুধুমাত্র এই বীরভূম জেলায় গত ৩ বছরে ৮ লক্ষ ৪৫ হাজার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। ২০ লক্ষ ৫৪ হাজার ছেলে মেয়ে ঐক্যশ্রী পাচ্ছে, ১০ লক্ষ ৯৪ হাজার স্বাস্থ্যসাথী কার্ড, ৩৬ লক্ষ ৩৩ হাজার মানুষ খাদ্য সাথিতে বিনামূল্যে রেশন পাচ্ছেন, ৫লক্ষ ৩০ হাজার মানুষ দুয়ারে সরকারে জাতিগত শংসাপত্র পেয়েছেন, ২০ হাজার জয় জোহার, ৫৬ হাজার তপশীলি বন্ধু এবং ৩ লক্ষ ১২ হাজার মেয়ে কন্যাশ্রী পেয়েছে।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version