Thursday, August 21, 2025

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদহে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করার সময় আম দিয়ে মিষ্টি (Maldah Special Mango Sweet) বানানোর পরামর্শ দিয়েছিলেন। দিদির কথাকে শিরোধার্য করে মাঠে নামলেন মালদহের হালুইকররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইডিয়া কাজে লাগিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে মোট ১২ রকমের আমজাত মিষ্টি তৈরি করে তাক লাগালো মালদহ (Maldah)।

গ্রীষ্মকাল মানেই বাঙালির আম প্রীতি লাইমলাইটে চলে আসে। আর মালদহের আমের জগৎজোড়া খ্যাতি সম্পর্কে আট থেকে আশি সকলেই অবগত। বারোমাসই এর চাহিদা থাকে তুঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন সাতেক আগেই মালদহে প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানেই তিনি আম দিয়ে মিষ্টি বানানোর বুদ্ধি দিয়ে ছিলেন। ব্যাপারটা ফেলে রাখতে চায়নি মালদহ প্রশাসন। সূত্রের খবর, বুধবার মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া (Nitin Singhania) মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমের নানারকম মিষ্টি তৈরির বিষয়ে বৈঠক করেন মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে। ফল মিলেছে হাতেনাতে। জেলাশাসক বলেন, মালদহের মিষ্টি বিক্রেতারা খুব কম সময়ের মধ্যেই আমজাত নানারকম মিষ্টি ও আলাদা স্বাদের দই বানিয়েছেন। এবার তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। সাত দিনের প্রশিক্ষণ শিবিরে নানা প্রান্ত থেকে বিশিষ্ট মিষ্টি প্রস্তুতকারকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আমের রসকদম্ব, আমের সন্দেশ, আমের চমচম তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো মালদহ টাউন স্টেশন-সহ পাঁচটি জায়গায় এই ধরনের মিষ্টি ও দইয়ের দোকান বা কিয়স্ক বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেখানে আমজাত বিভিন্ন মিষ্টি, দই, আমসত্ত্ব, আমের আচার-সহ আম দিয়ে তৈরি নানারকম খাবার মিলবে। মালদহ শহরে আমজাত দ্রব্যের মেলা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে।

 

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version