Monday, November 10, 2025

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদহে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করার সময় আম দিয়ে মিষ্টি (Maldah Special Mango Sweet) বানানোর পরামর্শ দিয়েছিলেন। দিদির কথাকে শিরোধার্য করে মাঠে নামলেন মালদহের হালুইকররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইডিয়া কাজে লাগিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে মোট ১২ রকমের আমজাত মিষ্টি তৈরি করে তাক লাগালো মালদহ (Maldah)।

গ্রীষ্মকাল মানেই বাঙালির আম প্রীতি লাইমলাইটে চলে আসে। আর মালদহের আমের জগৎজোড়া খ্যাতি সম্পর্কে আট থেকে আশি সকলেই অবগত। বারোমাসই এর চাহিদা থাকে তুঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন সাতেক আগেই মালদহে প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানেই তিনি আম দিয়ে মিষ্টি বানানোর বুদ্ধি দিয়ে ছিলেন। ব্যাপারটা ফেলে রাখতে চায়নি মালদহ প্রশাসন। সূত্রের খবর, বুধবার মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া (Nitin Singhania) মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমের নানারকম মিষ্টি তৈরির বিষয়ে বৈঠক করেন মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে। ফল মিলেছে হাতেনাতে। জেলাশাসক বলেন, মালদহের মিষ্টি বিক্রেতারা খুব কম সময়ের মধ্যেই আমজাত নানারকম মিষ্টি ও আলাদা স্বাদের দই বানিয়েছেন। এবার তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। সাত দিনের প্রশিক্ষণ শিবিরে নানা প্রান্ত থেকে বিশিষ্ট মিষ্টি প্রস্তুতকারকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আমের রসকদম্ব, আমের সন্দেশ, আমের চমচম তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো মালদহ টাউন স্টেশন-সহ পাঁচটি জায়গায় এই ধরনের মিষ্টি ও দইয়ের দোকান বা কিয়স্ক বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেখানে আমজাত বিভিন্ন মিষ্টি, দই, আমসত্ত্ব, আমের আচার-সহ আম দিয়ে তৈরি নানারকম খাবার মিলবে। মালদহ শহরে আমজাত দ্রব্যের মেলা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে।

 

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version