Saturday, December 6, 2025

রাজ্যপালের ভুলেই মহারাষ্ট্রে শিন্ডে সরকার! সুপ্রিম মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা

Date:

Share post:

এখনও পালাবদলের এক বছর হয়নি, ২০২২ সালের জুন মাসে মহারাষ্ট্রে (Maharastra Government) ক্ষমতাবদলের মহাপর্বের সাক্ষী ছিল গোটা দেশ। উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির থেকে একনাথ শিণ্ডে-সহ (Eknath Shinde) ১৬ জন বিধায়ক দলত্যাগ থেকে শুরু করে শিন্ডে সরকার প্রতিষ্ঠা পর্যন্ত একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে রাজনৈতিক মহল। কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে কি ? এই নিয়েই মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোলের সময়ে রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। সরকার গড়তে বিজেপি নিযুক্ত তৎকালীন রাজ্যপাল ভগৎ সিং(Bhagat Singh Koshyari) কোশিয়ারির সিদ্ধান্তকে এদিন ‘ভুল’ বলে জানিয়ে দেয় সুপ্রিমকোর্ট।

২০২২ এর জুন মাসে যখন একের পর এক শিবসেনা বিধায়ক ঠাকরে শিবির ছেড়ে শিণ্ডে শিবিরে নাম লিখিয়েছিলেন। সে সময় আস্থাভোটে যাননি উদ্ধব বরং তিনি পদত্যাগের রাস্তায় হাঁটেন। যদি সেটা না হত তাহলে হয়তো আজ অন্যরকম সিদ্ধান্তের কথা ভাবনা চিন্তা করা যেত বলেই মত সুপ্রিম আদালতের। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandrachud) নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ বৃহস্পতিবার এ মামলার রায়ে বলেন, রাজ্যপাল যার ভিত্তিতে মনে করেছিলেন শিবসেনায় বিদ্রোহের ফলে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, তা ঠিক ছিল না। তাঁর কাছে কোনো প্রমাণ ছিল না। তাঁর সিদ্ধান্তও আইনমাফিক হয়নি। রাজ্যপাল কোশিয়ারির ভূমিকা নিয়ে সর্বোচ্চ আদালত কড়া সমালোচনা করায়, শিন্ডে সরকার টিকে গেলেও তার গঠন পদ্ধতির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েই গেল। এরপরই উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেন, ‘এটা আমাদের নৈতিক জয়।’

 

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৬ ডিসেম্বর (শনিবার) ২০২৫   ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৮৯৫ ₹ ১২৮৯৫০ ₹ খুচরো পাকা সোনা ১২৯৬০...

৭৫২ দিন পর ওডিআইতে টস জয় ভারতের, রাহুলের মুখে চওড়া হাসি

৭৫২ দিন, ২০ ম্যাচ পর অবশেষে একদিনের ক্রিকেটে টস জিতল ভারত। বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে...

বীরভূমের বাড়িতে পৌঁছলেন সোনালি, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

শুক্রবারই দেশে ফিরেছিলেন। আর তখন থেকেই মেয়ের ঘরে ফেরার জন্য অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছিল অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের (Sunali...

ইন্ডিগো: যাত্রী ভোগান্তিতে মামলা সুপ্রিম কোর্টে, বিমান সংস্থাগুলিকে ভাড়া না বাড়াতে কড়া নির্দেশ

দিনের পরে দিন হাজারের বেশি ফ্লাইট বাতিল ইন্ডিগোর(IndiGo)। শনিবারও দেশজুড়ে চারশোর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আর তাতেই নাজেহাল...