Friday, November 14, 2025

জেল মুক্তির পর এবার স্থায়ী জামিনের আর্জি নিয়ে ইসালামাবাদ হাইকোর্টে ইমরান

Date:

আদালত চত্বর থেকে অবৈধ গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে জেলমুক্তি হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan)। মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে ফের ইসালামাবাদ হাইকোর্টে(Islamabad High Court) উপস্থিত হলেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থায়ী জামিনের আবেদন জানিয়ে ফের আদালতে এলেন ইমরান খান। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার নাগাদ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হন পাকিস্তান(Pakistan) তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের চেয়ারম্যান ইমরান। আদালতে হাজির হওয়ার পর বিচারবিভাগীয় বিধি মেনে বায়োমেট্রিক পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, ইমরান, তাঁর স্ত্রী বুশরা বিবি এবং খান দম্পতির ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে। এই মামলার তদন্ত করছে ‘ন্যাব’ (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো)। এই মামলায় গত ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পাকিস্তান সরকারের অভিযোগ, তার একাধিক বার নোটিশ পাঠানো হলেও ইমরান তার জবাব দেননি। যার জেরেই জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এই মামলাতেই এবার স্থায়ী জামিনের আর্জি জানিয়ে ইসালামাবাদ হাইকোর্টে উপস্থিত হলেন ইমরান খান।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে এই মামলাতেই অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই তাঁকে গ্রেফতার করে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। যদিও বৃহস্পতিবার ইমরানের এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে জানিয়ে দেয় পাক সুপ্রিম কোর্ট। এপ্রসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকেই আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না। এর পরেই মুক্তি দেওয়া হয় ইমরানকে।

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...
Exit mobile version