Wednesday, December 17, 2025

পুর নিয়োগ দু.র্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল বিচারপতি সিনহার

Date:

Share post:

পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) বেঞ্চ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। আর হাই কোর্টের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। শুক্রবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সেই মামলা গড়ায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশে এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। একই সঙ্গে রিভিউ পিটিশনেরও নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সেই মামলা সরিয়ে নেওয়া হয়। পরে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। আর মামলাটি নতুন বেঞ্চে যাওয়ার পর সেখানে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয় রাজ্যের তরফে। তবে এদিন সেই মামলাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ বহাল রাখা হল।

এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় পূর্ববর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, ইডির আবেদনের ভিত্তিতে পুরসভার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার মামলা ওই বিচারপতির বিচারাধীন বিষয় নয়। তবে তিনি কী ভাবে এই নির্দেশ দিতে পারেন? হাই কোর্টের প্রধান বিচারপতি ঠিক করেন কোন বিচারপতি কোন মামলার বিচার করবেন। ওই বেঞ্চে পুরসভার মামলা নেই। তাই এই মামলা শোনার এক্তিয়ার নেই ওই বেঞ্চের।

 

 

 

spot_img

Related articles

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...