তিন বছরের ডাক্তারি কোর্সের বিশেষজ্ঞ টিম গড়ল রাজ্য!

নবান্ন (Nabanna) সূত্রে খবর বিশেষজ্ঞদের এই টিম তিন বছরের ডিপ্লোমা ডাক্তারি পাঠ্যক্রমের বাস্তবতা এবং রূপায়ণ সম্পর্কিত নানা খুঁটিনাটি খতিয়ে দেখে রাজ্য সরকারকে এক মাসের মধ্যে রিপোর্ট দেবে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে ডাক্তারিতে তিন বছরের ডিপ্লোমা (Diploma in Medical Science) পাঠ্যক্রমের কথা বলেছিলেন। গতকাল তিনি জানান এই বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ টিম গড়ে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেইমতো বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health Expart) নিয়ে ১৪ জনের টিম তৈরি হল।

নবান্ন (Nabanna) সূত্রে খবর বিশেষজ্ঞদের এই টিম তিন বছরের ডিপ্লোমা ডাক্তারি পাঠ্যক্রমের বাস্তবতা এবং রূপায়ণ সম্পর্কিত নানা খুঁটিনাটি খতিয়ে দেখে রাজ্য সরকারকে এক মাসের মধ্যে রিপোর্ট দেবে। তারপরে স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। এই বিশেষজ্ঞ কমিটিতে থাকছেন-

১. সুকুমার মুখোপাধ্যায়
২. অভিজিৎ চৌধুরী
৩. গোপাল কৃষ্ণ ঢালী
৪. মাখনলাল সাহা
৫. মণিময় বন্দ্যোপাধ্যায়
৬.:ইন্দ্রনীল বিশ্বাস
৭. সুরিতা পাল
৮. মৈত্রেয়ী ভট্টাচার্য
৯. রেজাউল করিম
১০. অভীক ঘোষ
১১. সিদ্ধার্থ নিয়োগী, স্বাস্থ্য অধিকর্তা
১২. দেবাশিস ভট্টাচার্য, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা
১৩. অনিরুদ্ধ নিয়োগী, বিশেষ সচিব, স্বাস্থ্য শিক্ষা
১৪. আইএমএ এবং রাজ্য স্বাস্থ্য কমিশনের একজন মনোনীত প্রতিনিধি।

 

Previous articleরাজ্যের মুকুটে নয়া পালক! ফের স্কচ পুরস্কার পেল বাংলা
Next articleসাহিত্যের ক্যানভাসে জমজমাট আড্ডা ‘কাগজে কলমে’