Friday, November 14, 2025

‘বেআইনি পদোন্নতি’র নির্দেশে স্থগিতাদেশ! সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাহুলকে সাজা শোনানো বিচারকের

Date:

কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দোষী সাব্যস্ত করা বিচারককে গুজরাটের জেলা জজ (Gujrat District Judge) হিসেবে পদোন্নতির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শুক্রবার ৬৮ জনকে জেলা জজ হিসেবে পদোন্নতিতে স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এদিন রাজ্য সরকারের পদোন্নতির বিজ্ঞপ্তিতে আপত্তি তুলে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, পদোন্নতির আইনি বৈধতা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন তখন রাজ্য কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে? বিচারপতি এম আর শাহ এবং সি টি রবিকুমারকে নিয়ে গঠিত বেঞ্চ গুজরাট হাইকোর্টের পদোন্নতির এই সুপারিশ এবং রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ (Stay Order) দেয়। এদিন শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয় নিয়ম ভেঙে প্রমোশন দেওয়া হয়েছিল বিচারক হরিশ হাসমুখভাই ভার্মা সহ গুজরাট জুডিশিয়াল সার্ভিসের ৬৮ জন আইন অফিসারকে। শুক্রবার তাঁদের পদোন্নতির সিদ্ধান্ত খারিজ করে ওই বিচারকদের আগের পদে ফিরে যেতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

তবে এই মামলার প্রাথমিক পর্যবেক্ষণেই রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বেঞ্চ একই সঙ্গে গুজরাট হাই কোর্টের ভূমিকাতেও ক্ষোভপ্রকাশ করেছে। ওই ৬৮ বিচারকের একজন হরিশ হাসমুখভাই ভার্মা (Harish HasmukhBhai Verma)। তিনি সুরাট আদালতের (Surat Court) সেই বিচারপতি যিনি গত ২৩ মার্চ মানহানির মামলায় রাহুল গান্ধীকে দু’বছর কারাবাসের সাজা শোনানোর পর সোনিয়া তনয়ের লোকসভার সদস্যপদ চলে গিয়েছে। এদিকে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ শুক্রবার সেই পদোন্নতিতে স্থগিতাদেশ দিয়েছে। বিচারক বর্মার পাশাপাশি আরও ৬৭ জন বিচারককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক রাজ্যের বিজেপি সরকার ২০০৫ সালের ‘গুজরাট স্টেট জুডিশিয়াল সার্ভিস রুল’ ভেঙে পদোন্নতি দিয়েছে বলেও শুক্রবার জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর সবগুলি বদলির উপরেই জারি হয়েছে স্থগিতাদেশ। এদিন সওয়াল জবাব চলাকালীন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা এবং যোগ্যতার মাপকাঠির বিষয়টি বিবেচনা করা উচিত। কিন্তু এ ক্ষেত্রে তা একেবারেই মানা হয়নি।

উল্লেখ্য, জুডিশিয়াল অফিসারদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত বিষয় রাজ্য সরকার ও হাইকোর্ট আলোচনা করে ঠিক করে। সুপ্রিম কোর্ট সেকারণেই মামলায় গুজরাট হাইকোর্ট এবং রাজ্য সরকারের কাছে হাসমুখভাই সহ অন্যান্যদের পদোন্নতি সংক্রান্ত ফাইল তলব করে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহর বেঞ্চ বলে সম্পূর্ণ নিয়ম ভেঙে এই পদোন্নতি করা হয়েছে। আর যে কারণেই পদোন্নতির নির্দেশ বাতিল করা হল।

 

 

Related articles

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...
Exit mobile version