Wednesday, August 27, 2025

বড় সিদ্ধান্ত, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল আইওএ

Date:

বড় সিদ্ধান্ত। এদিন সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই নিষিদ্ধকরণের জেরে, কুস্তি ফেডারেশনের কোনও সরকারি কাজ বা প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারবেন না এই কর্তারা। আর এর ফলে জাতীয় ক্রীড়া ফেডারেশন পরিচালনার জন্য সরাসরি ক্ষমতা লাভ করল সদ্য গঠিত অ্যাড হক কমিটি।

গত ২৭ এপ্রিল আইওএ এমার্জেন্সি বৈঠকে এই অ্যাড হক কমিটি গঠিত হয়। দুই সদস্যের এই অ্যাড হক কমিটিতে রয়েছেন আইওএ কার্যকরী কমিটির সদস্য ভুপিন্দর সিং বাজওয়া এবং আইওএ স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট সুমা শিরুর।

এই নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও দায়িত্বপ্রাপ্ত সিইও কল্যাণ চৌবে গত শুক্রবার, ১২ মে এই নির্দেশিকার অর্ডার জারি করেছেন। এই অর্ডারে বলা হয়েছে, “আইওএ দ্বারা গঠিত অ্যাড হক কমিটি, যা কুস্তির জন্য গঠিত হয়েছে, সেটি ক্রীড়া কোড অনুযায়ী জাতীয় ক্রীড়া ফেডারেশনের সকল দায়িত্ব ও কর্তব্য পালন করবে।”

এদিকে ইতিমধ্যেই কল্যাণ চৌবে বিদায়ী কর্তাদের তাদের সমস্ত সরকারি নথি অ্যাড হক কমিটিকে দিয়ে দিতে নির্দেশ দিয়েছে। যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নথি, আন্তর্জাতিক ইভেন্টে খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য প্রশাসনিক নথি, ওয়েবসাইট নথি ইত্যাদি।

 

এদিকে গতকালই দিল্লি পুলিশ বয়ান রেকর্ড করে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিং-এর। কিছু নথিও চাওয়ায় হয় ব্রিজভূষণ-এর কাছ থেকে। ইতিমধ্যেই নথি জমা দিয়েছেন তিনি। বিবৃতি দিয়ে এমনটাই জানায় দিল্লি পুলিশ। শুধু তাই নয় জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সিট গঠন করা হয়।

উল্লেখ, গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। ব্রিজভূষনের বিরুদ্ধে অভিযোগ কুস্তিগিরদের যৌ*ন নিগ্রহ করার।

আরও পড়ুন:হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল লখনৌ সুপার জায়ান্টস

 

 

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...
Exit mobile version