Friday, November 14, 2025

বিরোধী ঐক্যে শান! জোড়া বৈঠকে যোগ দিতে চলতি মাসেই দিল্লি সফরে মমতা

Date:

চলতি মাসের শেষে দিকে ফের দিল্লি (Delhi) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নীতি আয়োগের (Niti Aayogs Meeting) পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে রাজধানী সফরে যেতে পারেন তিনি। ওই সময়ই দিল্লিতে বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের বৈঠক হতে পারে। আর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আগামী ২৭ মে মমতার দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়াই নয়, তিনি বিরোধী দলগুলির শীর্ষনেতাদের বৈঠকে হাজির থাকতে পারেন বলে খবর।

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ (JDU) নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। নবান্নে (Nabanna) এসেও মমতার সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। সেই সময় মমতা প্রস্তাব দেন পাটনায় বিরোধী দলের নেতাদের নিয়ে একটি বৈঠক ডাকার। কর্নাটক বিধানসভা ভোটের ফল প্রকাশের (Karnataka Election Result) পর এই বৈঠক করার পরিকল্পনাও করেছিলেন নীতীশ। সম্ভাব্য তারিখ হিসাবে ১৮ মে ঠিক করা হয়েছিল। যেহেতু নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজধানী আসছেন, তাই রাজধানী শহরে বৈঠক সেরে ফেলতে চাইছেন নীতীশ কুমার।

মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সূত্রের খবর, বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত থাকতে পারেন। তবে এই বৈঠক নিয়ে এখনই কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

 

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version